শিরোনাম
জবি ছাত্রলীগের কমিটি ঘোষণা
প্রকাশ : ১৭ অক্টোবর ২০১৭, ১৬:৫২
জবি ছাত্রলীগের কমিটি ঘোষণা
জবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রলীগের সম্মেলনের দীর্ঘ সাড়ে ছয় মাস পরে নতুন কমিটি ঘোষণা করেছে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদ। এতে সভাপতি হিসেবে আগামী এক বছরের জন্য তরিকুল ইসলাম তুর্য এবং সাধারণ সম্পাদক হিসেবে শেখ জয়নাল আবেদীন রাসেলকে দায়িত্ব দেওয়া হয়েছে।


মঙ্গলবার (১৭) কেন্দ্রীয় ছাত্রলীগের দফতর সম্পাদক দেলোয়ার শাহাজাদা এ তথ্য নিশ্চিত করেছেন।


কমিটিতে সহ-সভাপতি হিসেবে স্থান পেয়েছেন আপেল মাহমুদ, আল মামুন কবির, মনিনুর রহমান মমিন, তানজিনা শিমু, আশরাফুল ইসলাম টিটন, শরিফূর ইসলাম, এমএম নাজমুল হাসান, জাহেদুল ইসলাম, জামাল উদ্দীন, নাজীম উদ্দীন তুষার, আখতার হোসাঈন, আব্দুল্লাহ শাহীন, হাসান আহমেদ খান, আল আমিন শেখ, বিজন হালদার রানা, পলাশ দেব, জুয়েল হোসেন শ্রাবণ; যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহিম কাউসার, শ্রাবণ হালদার, তারেক আজিজ, খন্দকার নুরুজ্জামান নবীন, নাজমুল হাসান, আতাউর রহমান ডেভিড, রিশাদুল ইসলাম রিসাদ, নাজমুর আলম, মশিউর রহমান লিজন।


সাংগঠনিক সম্পাদক হিসেবে স্থান পেয়েছেন ইব্রাহীম ফরায়েজী, সৈয়দ শাকিল, আকিব বীন বারী, এম এ মমিন, নুরুল আফসার, আসদুজ্জামান আসাদ, তৌকির আহমেদ, আখতার হোসেন, আফ্রিন লাবনি; প্রচার সম্পাদক আলমামুন; দফতর সম্পাদক শাহবাজ হোসেন বর্ষণ।


এদিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের পদ প্রত্যাশীদের বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটিতে ২০টি বিভিন্ন পদে মনোনয়ন দেওয়া হয়েছে। তারা হলেন উপপ্রচার সম্পাদক সাইদুর রহমান জুয়েল, হারুন অর রশিদ; উপ-শিক্ষা পাঠ চক্রবিষয়ক সম্পাদক মিজানুর রহমান মিজান, উপ-সাংস্কৃতি বিষয়ক সম্পাদক আনিসুর রহমান শিশির, উপ-সমাজ সেবা বিষয়ক সম্পাদক কামরুল ইসলাম, উপ-ক্রিয়া বিষয়ক সম্পাদক শামীম রেজা, উপ-পাঠাগার বিষয়ক সম্পাদক সাইফুল্লাহ ইবনে আব্দুল সুমন, উপ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জহির রায়হান আগুন, উপ-অর্থ বিষয়ক সম্পাদক শেখ রুবেল, উপ-স্কুল ছাত্র বিষয়ক সম্পাদক তানভীর রহমান খান, উপ পরিবেশ বিষয়ক সম্পাদক সুরঞ্জন ঘোষ, উপ-ত্রাণ ও দুর্যোগ ব্যাবস্থাপনা বিষয়ক সম্পাক মাহবুব আলম রবিন।


আর কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক হিসেবে থাকছেন ফরিদ উজ জামান, জামাল উদ্দীন, মনির হোসেন খান সোহেল, আসাদুজ্জামান ইবনে আহমেদ শাকিল, মিলন হোসেন, উমর ফারুক শিপুল; সদস্য- আরিফুর রহমান এবং আব্দুস সালাম।


বিবার্তা/আদনান/ইমদাদ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com