শিরোনাম
রাবিতে প্রতি আসনের বিপরীতে ৭৭ পরীক্ষার্থী
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০১৭, ১৪:৪৬
রাবিতে প্রতি আসনের বিপরীতে ৭৭ পরীক্ষার্থী
রাবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০১৭-২০১৮ স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় প্রতি আসনের বিপরীতে ৭৭ জন শিক্ষার্থী আবেদন করেছেন। সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয় একাডেমিক শাখার উপ রেজিস্ট্রার এ তথ্য নিশ্চিত করেন।


এ এইচ এম আসলাম হোসেন জানান, বিশ্ববিদ্যালয়ে মোট আবেদন জমা পড়েছে ৩ লাখ ১৬ হাজার ১ শত ২০টি। আর মোট আসন সংখ্যা ৪ হাজার ১ শত ১৯টি। বিশ্ববিদ্যালয়ের এ হিসাবে একটি আসনের বিপরীতে পরীক্ষায় অংশগ্রহণ করবে ৭৭ জন শিক্ষার্থী।


এদিকে বিশ্ববিদ্যালয় আইসিটি সেন্টারের পরিচালক খাদেমুল ইসলাম মোল্যা জানান, অনলাইনে গত ১০ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত আবেদনের সময়সীমা ছিল।


রবিবার রাত ১২ টা পর্যন্ত অনলাইনে আবেদন জমা পড়েছে ৩ লাখ ১৬ হাজার ১ শত ২০ টি। যেখানে কলা অনুষদ (এ ইউনিট) ৯৪১ আসনের বিপরীতে ৩৩ হাজার ৬৮০ জন, আইন অনুষদের (বি ইউনিট) ১৬০ আসনের বিপরীতে ৩১ হাজার ৮৬৯ জন, বিজ্ঞান অনুষদের (সি ইউনিট) ৬৬০ আসনের বিপরীতে ৪৯ হাজার ১৭৪ জন, বিজনেস স্টাডিস অনুষদের (ডি ইউনিট) ৪৭০আসনের বিপরীতে ২২ হাজার ৫২৬ জন, সামাজিক বিজ্ঞান অনুষদের (ই ইউনিট) ৭৪৮ আসনের বিপরীতে ৪১ হাজার ২৩২ জন শিক্ষার্থী আবেদন করেছেন।


এদিকে জীব ও ভূ-বিজ্ঞান অনুষদের মোট (এফ ইউনিট) ৪৩৬ আসনের বিপরীতে ৩৯ হাজার ৯৩৪ জন, কৃষি অনুষদের (জি ইউনিট) ২১২ আসনের বিপরীতে ২৮ হাজার ৭৮৩ জন, প্রকৌশল অনুষদের (এইচ ইউনিট) ২৭২ আসনের বিপরীতে ৩৯ হাজার ৬২৬ জন এবং চারুকলা অনুষদের (আই ইউনিট) ১২০ আসনের বিপরীতে ২ হাজার ৩১৮ জন আবেদন জমা পড়েছে।


অন্যদিকে ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে ৫০ আসনের বিপরীতে ১৩ হাজার ৬ শত ৪২টি ও শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটে ৫০ টি আসনের বিপরীতে ১১ হাজার ৬ শত ২২টি। তবে অনুষদ অনুযায়ী পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে সে বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।


একাডেমিক শাখা সূত্রে জানা যায়, মঙ্গলবার বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা উপকমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হবে। আর ৭ অক্টোবর থেকে ১১ অক্টোবর রাত ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় ওয়েব সাইট থেকে ভর্তি পরীক্ষার প্রবেশ পত্র ডাউনলোড করা যাবে। তাছাড়া আগামী ২২ থেকে ২৬ অক্টোবর পরীক্ষা অনুষ্ঠিত হবে।


বিবার্তা/নাঈম/যুথি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com