শিরোনাম
রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নিতে ডুয়েটে মানববন্ধন
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০১৭, ১৪:০৮
রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নিতে ডুয়েটে মানববন্ধন
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

মিয়ানমারের রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর চলমান জাতিগত সহিংসতা বন্ধ এবং দ্রুততম সময়ে তাদের নিজেদের দেশে ফিরিয়ে নেয়ার আহ্বান জানিয়েছে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুর পরিবার।


সোমবার বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে আয়োজিত মানববন্ধনে তারা এই আহ্বান জানান। মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আলাউদ্দিন।


তিনি বলেন, বৌদ্ধ ধর্মে বলা হয়-‘জীবহত্যা মহাপাপ’। অথচ মিয়ানমার সরকার রোহিঙ্গাদের ওপর অবর্ণনীয় অত্যাচার নির্যাতন করছে। তিনি এর তীব্র প্রতিবাদ জানান।


একইসঙ্গে তিনি রোহিঙ্গাদের সাময়িক আশ্রয়ের জন্য বাংলাদেশ সরকারের প্রতি অভিনন্দন জ্ঞাপন করেন এবং যথাযথ কূটনৈতিক কার্যক্রমের ভিত্তিতে দ্রুত নিজের দেশে ফিরিয়ে নিতে মিয়ানমার সরকারের ওপর চাপ প্রয়োগের আহ্বান জানান।


অনুষ্ঠানে আরও বক্তব্য দেন পরিচালক (ছাত্র কল্যাণ) অধ্যাপক ড. মো. কামরুজ্জামান, বিশ্ববিধ্যালয়ের রেজিস্ট্রার ও ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান চৌধুরী, স্থাপত্য বিভাগের প্রধান অধ্যাপক ড. গণেশ চন্দ্র সাহা, ডুয়েট ছাত্রলীগ সভাপতি মো. নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক রেজাউর রহমান রাতুল প্রমুখ।


মানববন্ধনে শিক্ষক সমিতির প্রতিনিধিবৃন্দ, অফিসার্স এসোসিয়েশনের প্রতিনিধিবৃন্দ, কর্মচারী সমিতির প্রতিনিধিবৃন্দসহ ছাত্ররা অংশ নেন।


বিবার্তা/বিজ্ঞপ্তি/প্লাবন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com