শিরোনাম
১৪ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রশিক্ষণ কোর্সের সার্টিফিকেট বিতরণ
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০১৭, ১৮:২৩
১৪ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রশিক্ষণ কোর্সের সার্টিফিকেট বিতরণ
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

দেশের পাবলিক ও প্রাইভেট পর্যায়ের ১৪টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অংশগ্রহণে আয়োজিত ‘টিচিং ফর অ্যাক্টিভ লার্নিং (৩য় ব্যাচ)’ শীর্ষক কোর্সের সার্টিফিকেট বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।শনিবার ইউল্যাব ক্যাম্পাসে কোর্সটির সার্টিফিকেট বিতরণ করা হয়।


ফাউন্ডেশন ফর লার্নিং, টিচিং অ্যান্ড রিসার্চ (এফএলটিআর) আয়োজিত তিন দিনব্যপী এই কোর্সে মোট ২৬জন শিক্ষক অংশ নেন।


সার্টিফিকেট বিতরণী অনুষ্ঠানে সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. পারভীন হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।



বিশেষ অতিথি ছিলেন ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের (ইউএপি) উপাচার্য অধ্যাপক ড. জামিলুর রেজা চৌধুরী, মুখ্য ফ্যাসিলেটর ও গ্রিন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. গোলাম সামদানী ফকির, ইউল্যাব উপাচার্য অধ্যাপক ড. এইচ এম জহিরুল হক, ব্র্যাক ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক সৈয়দ সাদ আনদালিব, ইস্টার্ন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আবদুর রব, আইইউবি উপাচার্য ওমর রহমান প্রমুখ।


এর আগে গত ২১ সেপ্টেম্বর কোর্সটি শুরু হয়। উল্লেখ্য, গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ ৯টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ে গড়া এফএলটিআর-এর সেক্রেটারিয়েট হিসেবে কাজ করছে।


বিবার্তা/বিজ্ঞপ্তি/যুথি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com