শিরোনাম
রাবিতে চার দিনব্যাপী বার্ষিক ‘নাট্যসপ্তাহ-১৭’ শুরু
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০১৭, ১৮:১৯
রাবিতে চার দিনব্যাপী বার্ষিক ‘নাট্যসপ্তাহ-১৭’ শুরু
রাবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নাট্যকলা বিভাগের উদ্যোগে ৪দিনব্যাপী বার্ষিক নাট্যসপ্তাহ-২০১৭ শুরু হয়েছে। এই উৎসব চলবে আগামী মঙ্গলবার পর্যন্ত।


উৎসবের প্রথমদিনে মুনির চৌধুরী পরিচালিত ‘মহারাজ’ মঞ্চস্থ হয়েছে। উৎসবের দ্বিতীয় দিনে নাট্যকার সাইমন জাকারিয়া পরিচালিত ‘নিউ টেস্টামেন্ট অব রোমিও অ্যান্ড জুলিয়েট’ নাটকটি স্বপ্না রানী বাইনের নির্দেশনায় মঞ্চস্থ হয়েছে।


এদিকে সোমবার স্যামুয়েল বেকেট রচিত ‘ওয়েটিং ফর গোডো’ ও মঙ্গলবার ইউজিন ইয়েনেস্কো রচিত ‘দ্যা লেসন’ মঞ্চস্থ হবে।


এছাড়াও বিভাগের এমপিএ শ্রেণির শিক্ষার্থীদের নির্দেশনা-প্রযোজনায় চারটি নাটক মঞ্চস্থ হবে বলে নির্ধারিত আছে বলে জানানো হয়।


উল্লেখ্য, শনিবার বিকেলে সিরাজী ভবনে নাট্যকলা বিভাগের থিয়েটার ল্যাবে এই আয়োজনের উদ্বোধন করেন প্রো-ভিসি প্রফেসর আনন্দ কুমার সাহা।


এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, রাজশাহীতে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনারের সেক্রেটারি-২ এ কে মিশ্রা, ঢাকা বিশ্ববিদ্যালয় থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ও নাট্যব্যক্তিত্ব রহমত আলী, নাট্যব্যক্তিত্ব বজলুর রহমান বাদল, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর প্রভাষ কুমার কর্মকার প্রমুখ।


বিবার্তা/নাঈম/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com