শিরোনাম
রাবিতে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০১৭, ১৮:৩৮
রাবিতে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
রাবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।


সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে বৃক্ষরোপণ ও সৌন্দর্যবর্ধন কমিটির উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।


উক্ত আয়োজনে প্রধান অতিথি ছিলেন ভিসি প্রফেসর এম আব্দুস সোবহান এবং বিশেষ অতিথি ছিলেন প্রো-ভিসি প্রফেসর আনন্দ কুমার সাহা ও রাজশাহীতে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনারের স্ত্রী বিশিষ্ট জীববিজ্ঞানী ড. পত্রালিকা চট্টোপাধ্যায়। সেখানে তাঁরা গাছের চারা রোপণ করে এই কর্মসূচির উদ্বোধন করেন।


এসময় অন্যান্যের মধ্যে বিশ্ববিদ্যালয়ের বৃক্ষরোপণ ও সৌন্দর্যবর্ধন কমিটির সদস্য-সচিব প্রফেসর সাবরিনা নাজ, উদ্ভিদবিজ্ঞান বিভাগের সভাপতি প্রফেসর মু. নূরুল আমিন, প্রক্টর প্রফেসর মো. লুৎফর রহমান, জনসংযোগ দফতরের প্রশাসক প্রফেসর প্রভাষ কুমার কর্মকার প্রমুখ উপস্থিত ছিলেন।



বিবার্তা/নাঈম/আমিরুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com