শিরোনাম
জাবিতে প্রজাপতি মেলা উদ্বোধন
প্রকাশ : ০৪ নভেম্বর ২০১৬, ১২:৫৪
জাবিতে প্রজাপতি মেলা উদ্বোধন
সাভার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

‘উড়লে আকাশে প্রজাপতি, প্রকৃতি পায় নতুন গতি’- এই স্লোগানকে সামনে রেখে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সপ্তমবারের মতো উদ্বোধন করা হয়েছে প্রজাপতি মেলা-২০১৬।  

 

এ উপলক্ষে আজ শুক্রবার সকালে বিশবিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

 

র‌্যালি শেষে জহির রায়হান মিলনায়তনের সামনে বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের কীটতত্ত্ব শাখার আয়োজনে বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম।

 

দিনব্যাপী অনুষ্ঠিত এ মেলায় অন্যান্য আয়োজনের মধ্যে থাকছে  প্রজাপতি বিষয়ক অ্যাওয়ার্ড প্রদান, র‌্যালি, শিশু-কিশোরদের জন্য প্রজাপতি বিষয়ক ছবি আঁকা প্রতিযোগিতা, প্রজাপতির আলোকচিত্র প্রদর্শনী, প্রজাপতি বিষয়ক আলোকচিত্র প্রতিযোগিতা, প্রজাপতি হাট দর্শন, প্রজাপতির আদলে ঘুড়ি উড্ডয়ন, অরিগামি প্রজাপতি, বারোয়ারি বিতর্ক, প্রজাপতি চেনা প্রতিযোগিতা, প্রজাপতি বিষয়ক ডকুমেন্টারি প্রদর্শনী, পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান।

 

এবারের প্রজাপতি মেলায় জীব-বৈচিত্র্য সংরক্ষণে সার্বিক অবদানের জন্য প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনকে বাটারফ্লাই অ্যাওয়ার্ড দেয়া হয়। এছাড়া ইয়াং বাটারফ্লাই ইনথুসিয়াস্ট অ্যাওয়ার্ড দেয়া হয় জাবি প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী সাব্বির হোসেন খানকে।

 

উল্লেখ্য, প্রজাপতি সংরক্ষণে গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগ ২০১০ সাল থেকে ক্যাম্পাসে প্রজাপতি মেলার আয়োজন করে আসছে।

 

বিবার্তা/শরীফুল/নিশি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com