শিরোনাম
জাবিতে সেলিম আল দীনের জন্মবার্ষিকী পালিত
প্রকাশ : ১৮ আগস্ট ২০১৭, ১৪:০৫
জাবিতে সেলিম আল দীনের জন্মবার্ষিকী পালিত
সাভার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের প্রতিষ্ঠা ও নাট্যাচার্য সেলিম আল দীনের ৬৮তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।

 

এ উপলক্ষে শুক্রবার সকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পুরাতন কলাভবনের সামনে থেকে সেলিম আল দীন স্মরণে একটি জয়ন্তী শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে সেলিম আল দীনের সমাধিতে গিয়ে শেষ হয়।

 

জয়ন্তী শোভাযাত্রায় প্রধান অতিথি ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ফারজানা ইসলাম। পরে সেলিম আল দীনের সমাধিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, নাটক ও নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ, বাংলাদেশ গ্রাম থিয়েটার, ঢাকা থিয়েটার, বঙ্গ থিয়েটারের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এসময় বাংলাদেশ গ্রাম থিয়েটারের সভাপতি ও বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক নাছির উদ্দিন ইউসুফ উপস্থিত ছিলেন।

 

সেলিম আল দীনের ৬৮তম জন্মবার্ষিকী উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ দুই দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে। এ উপলক্ষে শুক্রবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের সেমিনার কক্ষে স্বপ্নরমনীগণ নাটক প্রদশর্নী হবে।

 

১৯৪৯ সালের আজকের এ দিনে সেলিম আল দীন ফেনীর সোনাগাজী থানার সেনেরখিল গ্রামে জন্মগ্রহণ করেন।

 

বিবার্তা/শরিফুল/নিশি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com