শিরোনাম
ঢাবিতে নন-ফিকশন মেলার শেষ দিন আজ
প্রকাশ : ০৩ নভেম্বর ২০১৬, ১৫:০৬
ঢাবিতে নন-ফিকশন মেলার শেষ দিন আজ
ঢাবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) তিন দিন ব্যাপী নন-ফিকশন মেলার শেষ দিন আজ। ভিন্ন ধরনের এই মেলার শেষ দিন বৃহস্পতিবার সকাল থেকেই প্রতিটি স্টলে ক্রেতাদের উপচে পড়া ভিড়। নানা ব্যস্ততার কারণে গত দু'দিন যারা মেলা প্রাঙ্গণে আসতে পারেননি,তারাও আজকে ভিড় করছেন মেলায়।


কয়েকটি স্টলে দায়িত্বরত সেলসম্যানদের সাথে কথা বলে জানা যায়, শেষ দিনে দর্শনার্থী সংখ্যা বেড়েছে। মেলায় বিভিন্ন শিক্ষার্থীদের পাশাপাশি বাইরের দর্শনার্থী রয়েছে বলে জানান তারা।


মেলায় ঘুরতে আসা দর্শনার্থী সৈয়দ রিদয়ান জানান, কয়েকটি বই কিনেছি। আর এই ধরনের মেলায় আসতে পেরে অনেক খুশি। স্টল সংখ্যা আরেকটু বাড়ালে ভাল হত বলে মনে করেন তিনি।


নন-ফিকশন মেলার প্রথম দিন থেকেই বিক্রির শীর্ষে আছে ধনকুবের ওয়ারেন বাফেটের লেখা ‘ম্যানেজমেন্ট সিক্রেটস’। বণিক বার্তার প্রকাশনায় বইটি পাওয়া যাচ্ছে স্টিভ জবসের ‘অপ্রকাশিত’ এবং ব্যাকবেঞ্চারের ‘সফল যারা’ বই দুটোর সাথে একই মোড়কে।


মেলার আয়োজক বণিক বার্তার স্টলে পাওয়া যাচ্ছে অ্যালান লারসনের ‘ডিমিস্টিফারিং সিক্স সিগমা’, জন পারকিনসের ‘কনফেকশনস অব অ্যান ইকোনমিক হিট ম্যান’, ওলাফ ক্যারো’র ‘দ্য পাঠানস’, ব্লেয়ার বি. ক্লিংয়ের লেখা পার্টনার ‘ইন এম্পায়ার’, রিচার্ড ব্র্যানসন ‘সাফল্যের পাঠশালা’ প্রভৃতি।


আজ বিকেল ৫টায় সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের মাধ্যমে শেষ হবে মেলা। এ সময় পাঠকদের উদ্দেশে বক্তব্য রাখবেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. আবদুল মান্নান। সমাপনী অনুষ্ঠানটি ব্যবসায় শিক্ষা অনুষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হবে। এতে বিশেষ অতিথি থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।


মেলায় অংশ নেয়া প্রকাশনা প্রতিষ্ঠানগুলো হলো- অনন্যা, অনুপম প্রকাশনী, অবসর প্রকাশনা সংস্থা, অ্যাডর্ন পাবলিকেশন, আগামী প্রকাশনী, একাডেমিক প্রেস অ্যান্ড পাবলিশার্স লাইব্রেরি, ঐতিহ্য, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, দি ইউনিভার্সিটি প্রেস লিমিটেড, দিব্য প্রকাশ, নালন্দা প্রকাশনী, প্রথমা প্রকাশন, বাংলা একাডেমি, বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম), বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান, বিশ্বসাহিত্য কেন্দ্র, ব্যবসায় শিক্ষা অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়, মাওলা ব্রাদার্স, রকমারি ডটকম, শ্রাবণ প্রকাশনী, সময় প্রকাশন, সংহতি প্রকাশন, সাহিত্য প্রকাশ ও সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।


বিবার্তা/লাভলু/যুথি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com