শিরোনাম
৪ দফা দাবিতে প্রশাসন বরাবর স্মারকলিপি রাবি শিক্ষার্থীদের
প্রকাশ : ২৪ জুলাই ২০১৭, ১৬:১৮
৪ দফা দাবিতে প্রশাসন বরাবর স্মারকলিপি রাবি শিক্ষার্থীদের
রাবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বাসের ট্রিপ বাড়ানো, খাবারের মান বৃদ্ধিসহ চার দফা দাবিতে প্রশাসন বরাবর স্মারকলিপি দিয়েছে সাধারণ শিক্ষার্থীরা।


সোমবার শিক্ষার্থীদের একটি প্রতিনিধিদল উপাচার্য প্রফেসর এম. আব্দুস সোবহান অসুস্থ থাকায় প্রো-ভিসি প্রফেসর আনন্দ কুমার সাহার নিকট স্মারকলিপি প্রদান করে। এ সময় বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা প্রফেসর মিজানুর রহমান, প্রক্টর প্রফেসর মজিবুল হক আজাদ খান প্রমুখ উপস্থিত ছিলেন।


স্মারকলিপিতে বলা হয়, রাবি প্রশাসন শিক্ষার্থীদের বিষয় বিবেচনা না করে অযৌক্তিকভাবে বাসের ট্রিপ কমিয়ে দিয়েছে। ফলে ক্যাম্পাসের আবাসিক হলের বাইরে থাকা শিক্ষার্থীরা দুর্ভোগের শিকার হচ্ছে। এতে বাস চলাচলে ঝুঁকি ও যাতায়াতের খরচ বাড়ছে। ডাইনিংয়ের খাবারের মূল্য বৃদ্ধি হলেও মান না বাড়ায় নিম্নমানের খাবার খেতে হচ্ছে। সপ্তাহে দু’দিন গ্রন্থাগার বন্ধ থাকায় নিয়মিত লেখাপড়া হচ্ছে না। এছাড়া, ক্যাম্পাসে নিয়মিত চুরি, ছিনতাই এমনকি শিক্ষার্থী মারধরের শিকার হওয়ায় সার্বিক নিরাপত্তা প্রশ্নবিদ্ধ হচ্ছে।


বিবার্তা/নাঈম/মোয়াজ্জেম

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com