শিরোনাম
ঢাবি উপাচার্যের সঙ্গে বাংলাদেশি অনারারি কনস্যুলের সাক্ষাৎ
প্রকাশ : ২৩ জুলাই ২০১৭, ১৮:০৭
ঢাবি উপাচার্যের সঙ্গে বাংলাদেশি অনারারি কনস্যুলের সাক্ষাৎ
ঢাবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সঙ্গে নিউজিল্যান্ডে নিযুক্ত বাংলাদেশি অনারারি কনস্যুল সফিকুর রহমান ভূঁইয়া সাক্ষাৎকরেছেন। রবিবার ঢাবি উপাচার্যের দপ্তরে তিনি সাক্ষাৎ করেন।


সাক্ষাৎকালে তারা ঢাকা বিশ্ববিদ্যালয় এবং নিউজিল্যান্ডের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে যৌথ শিক্ষা ও গবেষণা প্রকল্প চালুর সম্ভাব্যতা নিয়ে আলোচনা করেন। এছাড়া দু’দেশের মধ্যে শিক্ষক, শিক্ষার্থী ও গবেষক বিনিময়ের ব্যাপারে তারা মতবিনিময় করেন।


ঢাবি উপাচার্য নিউজিল্যান্ডে নিযুক্ত বাংলাদেশি কনস্যুলের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয় ও নিউজিল্যান্ডের মধ্যে শিক্ষা সংস্কৃতির আদান প্রদানের মাধ্যমে পারস্পরিক উন্নতি নিয়ে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।


বিবার্তা/আরাফাত/মোয়াজ্জেম

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com