শিরোনাম
এইচএসসির ফলাফলে মেয়েরা এগিয়ে
প্রকাশ : ২৩ জুলাই ২০১৭, ১৬:১৭
এইচএসসির ফলাফলে মেয়েরা এগিয়ে
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষার প্রকাশিত ফলাফলে ছেলেদের তুলনায় মেয়েরা ভালো করেছে।


শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ রবিবার দুপুরে সচিবালয়ে ফলাফল প্রকাশ উপলক্ষে এক সংবাদ সম্মেলনে একথা জানান।


তিনি বলেন, সব শিক্ষা বোর্ড মিলিয়ে মেয়েদের গড় পাসের হার ৭০.৪৩ শতাংশ। আর ছেলেদের পাসের হার ৬৭.৬১ শতাংশ।


এইচএসসিতে ছাত্রীদের ভাল করার ধারা অব্যাহত আছে জানিয়ে মন্ত্রী আরো বলেন, এবার পরীক্ষায় ছাত্ররা ছাত্রীদের চেয়ে বেশি অংশগ্রহণ করলেও পাসের হারে ছাত্রীরা এগিয়ে। পরীক্ষায় মোট ৬ লাখ ২৪ হাজার ৭৭৫ জন ছাত্র ও ৫ লাখ ৩৮ হাজার ৫৯৫ জন ছাত্রী অংশ নিয়েছে। ছাত্রদের পাসের হার ৬৭ দশমিক ৬১ ও ছাত্রীদের পাসের হার ৭০ দশমিক ৪৩ শতাংশ। মেয়েরা দুই দশমিক ৮২ শতাংশ বেশি পাস করেছে।


পরীক্ষা শেষের ৫৯ দিনের মাথায় এবার ফল প্রকাশ করা হলো।


বিবার্তা/রোকন/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com