শিরোনাম
জবিতে শিক্ষক বহিস্কারের দাবিতে মানববন্ধন
প্রকাশ : ০১ নভেম্বর ২০১৬, ১৮:২০
জবিতে শিক্ষক বহিস্কারের দাবিতে মানববন্ধন
জবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

জগন্নাথ বিশ্ববিদ্যাল‌য়ে (জবি) সম্মান প্রথম ব‌র্ষের ভ‌র্তি পরীক্ষায় প্রশ্ন ফাঁসে অভিযুক্ত শিক্ষ‌কের স্থায়ী ব‌হিস্কার এবং স‌র্বোচ্চ শা‌স্তির দা‌বি‌তে মানববন্ধ‌ন করেছে শিক্ষার্থীরা। মঙ্গলবার দুপু‌রে জ‌বি কে‌ন্দ্রীয় শহীদ মিনা‌রের সাম‌নে এ মানববন্ধন করা হয়।


মানববন্ধ‌নে জমি শাখা ছাত্রলীগের সভাপতি এফএম শরিফুল ইসলাম ব‌লেন, যারা বিশ্ববিদ্যাল‌য়কে মেধাশূণ্য করতে এ ধরনের অপক‌র্মে জ‌ড়িত তা‌দের ছাড় দেয়া যাবে না। এরা দেশ ও জা‌তির শত্রু।বিশ্ববিদ্যাল‌য়ে শিক্ষকতা করার কোন যোগ্যতা এদের নেই। অপকর্মের সাথে জড়িতদের বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত মানববন্ধ‌ন চল‌বে।


জ‌বি শাখা ছাত্রলীগ সাধারণ সম্পাদক এসএম সিরাজুল ইসলা‌মের সঞ্চালনায় ছাত্রলী‌গের বি‌ভিন্ন ইউনিটের নেতারা এখানে মানবন্ধনে বক্তব্য দেন।


উল্লেখ্য, শুক্রবার জ‌বির 'ডি' ইউনিটের প্রশ্ন ফাঁসে জ‌ড়িত থাকার অভিযোগে বিশ্ববিদ্যালয় ম্যা‌নেজ‌মেন্ট বিভা‌গের প্রভাষক দেওয়ান বদরুল হাসান তুষার এবং একই বিভা‌গের কর্মচা‌রি এমদাদুল হক‌কে সাম‌য়িক বরখাস্ত ক‌রে বিশ্ববিদ্যালয় প্রশাসন।


বিবার্তা/আদনান/পলাশ


সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com