শিরোনাম
ঢাবিতে তিন দিনব্যাপী নন-ফিকশন মেলা
প্রকাশ : ০১ নভেম্বর ২০১৬, ১৫:৩৬
ঢাবিতে তিন দিনব্যাপী নন-ফিকশন মেলা
ঢাবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে তিন দিনব্যাপী নন-ফিকশন মেলা। মঙ্গলবার সকাল ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক মেলার উদ্বোধন করেন।


ব্যবসায় শিক্ষা অনুষদ প্রাঙ্গনে এ মেলা চলবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত।


নন-ফিকশন মেলা ঘুরে দেখা যায় দর্শনার্থী আর শিক্ষার্থীদের আনাগোনা। বিভিন্ন স্টলের প্রতি বাড়তি আকর্ষণের জন্য মেলায় সাজসজ্জায় নতুন মাত্রা যোগ করা হয়েছে। ব্যতিক্রমী একটি স্টল নিয়ে নন-ফিকশন মেলায় হাজির হয়েছে সিম্ফনি মোবাইল ফোন কোম্পানি। দর্শনার্থীদের জন্য বিনামূল্যে ছবি তোলার জন্য বিশেষ ধরনের ক্যামেরা নিয়ে হাজির হয়েছে তারা। এ বিষয়ে কথা হয় সিম্ফনির প্রোগ্রাম সুপারভাইজার সরোয়ার হোসেনের সাথে।


তিনি জানান, তারা প্রথম বছর থেকে এই নন-ফিকশন মেলার সাথে আছেন। এবার তারা ফটো এক্সিবিশন নিয়ে হাজির হয়েছেন,যা সম্পূর্ণ বিনামূল্যে ।


দর্শনার্থীদের অনেক বেশি সাড়া থাকায় এই ব্যতিক্রমী স্টলে ব্যস্ত সময় পার করছেন সিম্ফনির ব্রান্ড এম্বাসেডর অর্পিতা। তবে দর্শনার্থীদের সিম্ফনি মোবাইল সম্পর্কে ছোট একটি কুইজের উত্তর দিতে হবে। তবেই সিম্ফনির বিশেষ ফটো ফ্রেমে ছবি প্রিন্টসহ পাওয়া যাবে।


এদিকে মেলার আয়োজক দৈনিক বণিক বার্তার নন-ফিকশন মেলার কো-অর্ডিনেটর মো. শামীম জানান, ২০১৫ সাল থেকে ঢাবির ব্যবসায় শিক্ষা অনুষদের সাথে তারা যৌথভাবে এ মেলার আয়োজন করে আসছেন।এ মেলায় রাজনীতি, অর্থনীতি, শিল্প, স্মৃতিকথা, জীবনী, মনোজগত, সংস্কৃতি, দর্শন, সমাজ ও পরিবেশসহ নন-ফিকশন জাতীয় ‍বিভিন্ন বিখ্যাত বই পাওয়া যাচ্ছে।


মোট ৩১টি স্টলের মধ্যে দেশের নামকরা ও জনপ্রিয় প্রকাশনি সংস্থাগুলোর বই পাওয়া যাচ্ছে।


বণিক বার্তা সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদের সঞ্চালনায় সকালে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. শিবলি রুবাইয়াতুল ইসলাম, বিজ্ঞান বিভাগের ডিন অধ্যাপক ড. আব্দুল আজিজ, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ব্যাবস্থাপনা পরিচালক আব্দুল মান্নান, ফার্স্ট সিকিউরিটিস ইসলামী ব্যাংকের ব্যাবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেফ মোহাম্মাদ আলী, একই ব্যাংকের উপ-ব্যাবস্থাপনা পরিচালক মোস্তফা খায়ের, ওয়ালটনের নির্বাহী পরিচালক হুমায়ূন কবির।


অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, বর্তমানে শিক্ষার্থী ও তরুণরা অনেক বেশি অনলাইন নির্ভর হয়ে পড়ছে। তাদের মাঝে পাঠ্যবই বহির্ভূত বই পড়ার মানসিকতা গড়ে তুলতে এ ধরনের বই মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।


বিবার্তা/লাভলু/মনোজ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com