শিরোনাম
ঢাবি উপাচার্যের সঙ্গে প্রোমুন্ডো’র ভাইস প্রেসিডেন্টের সাক্ষাত
প্রকাশ : ১৯ জুলাই ২০১৭, ০০:২৬
ঢাবি উপাচার্যের সঙ্গে প্রোমুন্ডো’র ভাইস প্রেসিডেন্টের সাক্ষাত
ঢাবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সঙ্গে সাক্ষাত করেছেন আন্তর্জাতিক সংস্থা প্রোমুন্ডো’র ভাইস প্রেসিডেন্ট রিচার্ড ডি বরিসকিন। এসময় সংস্থার প্রোগ্রাম সহকারী এ বি ফ্রিড তার সঙ্গে ছিলেন।


মঙ্গলবার উপাচার্যের কার্যালয়ে এ সাক্ষাতকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদ, উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ড. সৈয়দ মো. শাইখ ইমতিয়াজ ও সহকারী অধ্যাপক ইশরাত খান বর্ষা উপস্থিত ছিলেন।


এ সময় তারা ঢাকা বিশ্ববিদ্যালয় এবং প্রোমুন্ডো’র মধ্যে ‘লিঙ্গ বৈষম্য নিরসন ও সহিংসতা প্রতিরোধ’ বিষয়ে যৌথ গবেষণা কার্যক্রম চালুর সম্ভাব্যতা নিয়ে আলোচনা করেন। উল্লেখ্য, লিঙ্গ বৈষম্য নিরসন ও সহিংসতা মুক্ত পৃথিবী গড়ার লক্ষ্যে ‘প্রোমুন্ডো’ দীর্ঘদিন যাবত কাজ করে যাচ্ছে।


বিবার্তা/আরাফাত/মোয়াজ্জেম

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com