শিরোনাম
সমস্যা নিরসনে জবিতে ২৭৪ কোটি টাকার বাজেট
প্রকাশ : ৩০ অক্টোবর ২০১৬, ১৮:৩৭
সমস্যা নিরসনে জবিতে ২৭৪ কোটি টাকার বাজেট
জবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আবাসন ও ক্লাসরুম সংকট নিরসনে ২৭৪ কোটি ১০ লাখ টাকার বাজেট ধরা হয়েছে প্রি-একনেক বৈঠকে। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান।


মীজানুর রহমান বলেন, একনেকে অনুমোদন পাবার আগে সব বড় প্রকল্প নিয়ে প্রি-একনেকের বৈঠক হয়। প্রি-একনেক বৈঠকে যাচাই-বাছাই করে একনেকে পাঠানো হয়। তবে প্রি-একনেকে অনুমোদিত হলে আর কোনো সমস্যা থাকে না।


প্রকল্প সম্পর্কে উপাচার্য বলেন, প্রকল্পের আওতায় বিশ্ববিদ্যালয়ের ক্লাসরুম সংকট নিরসনের জন্য কেরানীগঞ্জে একটি একাডেমিক ভবন নির্মাণ করা হবে। এছাড়া আবাসন সংকট মেটাতে কেরানীগঞ্জে নিজস্ব জায়গায় একটি হল নির্মাণসহ অন্যান্য সুযোগ সুবিধা বাড়াতেও বিশেষ উদ্যোগ নেয়া হবে।


বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে তেমন গতি না থাকলেও সম্প্রতি চলমান সব প্রকল্পের কাজের গতি পেয়েছে। জবির নতুন একাডেমিক ভবনের ৭ম তলা থেকে ঊর্ধ্বমুখী সম্প্রসারণের কাজ এগিয়ে চলছে। এছাড়া বাংলাবাজারের ১৬ তলাবিশিষ্ট জবির একমাত্র ফজিলাতুন্নেছা মুজিব ছাত্রী হলের কাজ চলছে।


বিবার্তা/আদনান/পলাশ


সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com