শিরোনাম
বাকৃবির স্নাতক ভর্তি পরীক্ষা সম্পন্ন
প্রকাশ : ২৯ অক্টোবর ২০১৬, ২৩:২৪
বাকৃবির স্নাতক ভর্তি পরীক্ষা সম্পন্ন
বাকৃবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ২০১৬-১৭ শিক্ষাবর্ষে স্নাতক ১ম বর্ষের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। শনিবার সকাল ১১টা থেকে শুরু করে ১২টা পর্যন্ত এক ঘণ্টাব্যাপী ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।


১৬টি কেন্দ্রে একযোগে পরীক্ষা হয়। ভর্তি পরীক্ষায় ৭৫ শতাংশ শিক্ষার্থী উপস্থিত ছিল বলে জানায় বিশ্ববিদ্যালয় প্রশাসন।


পরীক্ষা চলাকালে বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. আলী আকবর, কমিটির সদস্যসহ বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ।


উল্লেখ্য, ভর্তি পরীক্ষায় অংশ নেয়ার জন্য অনলাইনে আবেদন করেছিল ৩৩ হাজার ৪০৯জন শিক্ষার্থী। এবার এক হাজার ২০০ সিটের বিপরীতে ১২ হাজার ২৩জন শিক্ষার্থীকে ভর্তি পরীক্ষায় অংশ নেয়ার সুযোগ দেয়া হয়। এসএসসি ও এইচএসসিতে চতুর্থ বিষয় বাদে ৯.৬৭ জিপিএ প্রাপ্ত শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষায় অংশ নেয়ার সুযোগ পেয়েছে।


বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আলী আকবর বলেন, কোনো প্রকারের অপ্রীতিকর ঘটনা ছাড়াই ভর্তি পরীক্ষা সুষ্ঠভাবে সম্পন্ন হয়েছে। শিক্ষার্থীদের উপস্থিতিও ভালো ছিল। ফলাফল আগামী ৪৮ ঘণ্টার মধ্যেই দেয়া হবে। অতীতে এই বিশ্ববিদ্যালয়ের প্রশ্নপত্র কখনো ফাঁস হয়নি ভবিষ্যতেও ফাঁস হবে না বলে আশা প্রকাশ করেন তিনি।


ভর্তি পরীক্ষা সম্পর্কিত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (http://admission.bau.edu.bd) পাওয়া যাবে।


বিবার্তা/শাহীন/জেমি/কাফী


সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com