শিরোনাম
জবিতে দায়িত্ব অবহেলায় শিক্ষকসহ ২ জন বরখাস্ত
প্রকাশ : ২৯ অক্টোবর ২০১৬, ১৭:২২
জবিতে দায়িত্ব অবহেলায় শিক্ষকসহ ২ জন বরখাস্ত
জবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষের সামাজিক বিজ্ঞান অনুষদ ভুক্ত ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা চলাকালে দায়িত্ব অবহেলার কারণে একজন শিক্ষক ও একজন কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।


অভিযোগ তদন্তে আইন অনুষদের ডিন অধ্যাপক ড. সরকার আলী আককাসকে আহবায়ক করে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে দুই সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।


শনিবার বিকালে বিশ্ববিদ্যালয়ের এক জরুরি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৮ অক্টোবর অনুষ্ঠিত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় দায়িত্বে অবহেলা ও নৈতিকতা বিরোধী কাজের অভিযোগের প্র্রেক্ষিতে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের প্রভাষক দেওয়ান বদরুল হাসান ও একই বিভাগের কর্মচারী মো. এমদাদুল হককে বিশ্ববিদ্যালয় চাকুরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।


এদিকে অভিযোগ তদন্তের জন্য আইন অনুষদের ডিন অধ্যাপক ড. সরকার আলী আককাসকে আহবায়ক করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে দুই সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। কমিটির অন্য দুই সদস্য হলেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. হেলেনা ফেরদৌসী ও পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. নূরে আলম আব্দুল্লাহ।


বিশ্ববিদ্যালয়ের সহকারি রেজিস্ট্রার (আইন) অ্যাডভোকেট রঞ্জন কুমার দাস উক্ত কমিটিকে সাচিবিক সহযোগিতা করবেন বলে জানানো হয়।


এ বিষয়ে শুক্রবার রাতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান বলেন, এ ব্যাপারে একটি লিখিত অভিযোগ আমরা পেয়েছি। ভর্তি পরীক্ষার ব্যাপারে কাউকে ছাড় দেয়া হবে না।


এরআগে শুক্রবার রাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের প্রভাষক দেওয়ান বদরুল হাসানের (তুষার) বিরুদ্ধে সমাজ বিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের প্রশ্ন ফাসের বিষয়ে পরীক্ষার ডিন ও বিশ্ববিদ্যালয় উপাচার্য বরাবর অভিযোগ দিয়েছিলেন ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগে দায়িত্ব প্রাপ্ত শিক্ষকরা্।


ম্যানেজমেন্ট বিভাগের ভর্তি পরীক্ষার দায়িত্ব ছিলেন ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সাবেক অধ্যাপক ড. মো. মোশাররাফ হোসেন। তার রুমেই ওই বিভাগের ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র রাখা হয় নিয়ম অনুযায়ী। কিন্তু কোন কারণে অধ্যাপক ড. মোশারফ হোসেনের কক্ষের বাইরে গেলে সেখানে প্রবেশ করেন একই বিভাগের প্রভাষক দেওয়ান বদরুল হাসান ওরফে তুষার। দুপুর আড়াইটার দিকে তুষারের কক্ষে অধ্যাপক ড. মোশারফ হোসেনসহ বেশ কয়েকজন দায়িত্ব প্রাপ্ত সিনিয়র শিক্ষক প্রবেশ করে দেখেন তুষারের টেবিলে দুটো ডি ইউনিটের ভর্তি পরীক্ষার প্রশ্ন পত্র। তখন তুষারকে জেরা করেন ওই বিভাগে ভর্তি পরীক্ষায় দায়িত্ব্প্রাপ্ত শিক্ষকরা। পরে বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমানকে অবহিত করলে তুষারের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেওয়ার পরামর্শ দেন।


এ বিষয়ে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগেরে প্রভাষক দেওয়ান বদরুল হাসান তুষার শুক্রবার রাতে বলেন, আমার দায়িত্ব ছিল রুম ওয়েজ প্রশ্ন সাজানো। আমি তাই করছিলাম। সাজানোর সময় একটি প্যাকেটে প্রশ্ন ছিল। তাই সাজানোর সময় অন্য শিক্ষকরা প্রশ্ন কম পান। তিনি নিজেও স্বীকার করেন তার দায়িত্বে অবহেলা ছিল। তিনি আরো বলেন, বিভাগে সিসি ক্যামেরা আছে, সেখানে দেখলেই বুঝা যাবে।


বিবার্তা/আদনান/পলাশ



সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com