শিরোনাম
রাবির ‘এ’ ও ‘জি’ ইউনিটের ফল প্রকাশ
প্রকাশ : ২৯ অক্টোবর ২০১৬, ১৬:১৭
রাবির ‘এ’ ও ‘জি’ ইউনিটের ফল প্রকাশ
রাবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কলা অনুষদভুক্ত ‘এ’ ও কৃষি অনুষদভুক্ত ‘জি’ ইউনিটের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।


শনিবার কলা অনুষদের ডিন প্রফেসর ড. এফ এম এ এইচ তাকীর ও ‘জি’ ইউনিটের চিফ কো-অর্ডিনেটর প্রফেসর ড. সাইফুল ইসলামের স্বাক্ষরিত্বে এ ফলাফল প্রকাশ করা হয়।


এতে ‘এ’ ইউনটে প্রাথমিক অবস্থায় মেধা তালিকায় উত্তীর্ণদের আগামী ০৬ নভেম্বর বিজোড় (১৫২৪) পযর্ন্ত এবং ০৭ নভেম্বর জোড় (১৫১০) পযর্ন্ত সকাল ১০ টায় ডিনস কমপ্লেক্স সাক্ষাৎকারের জন্য ডাকা হয়েছে।


এতে আরো বলা হয়েছে, সাক্ষাৎকার গ্রহণের দিন শিক্ষার্থীদের সকাল ৮টা হতে সকাল ১০ টার মধ্যে সাক্ষাৎকার গ্রহণের স্থানে উপস্থিত থাকতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে উপস্থিত হতে না পারলে তার ভর্তি প্রক্রিয়া বাতিল বলে গণ্য হবে।


এদিকে আগামী ২০ নভেম্বর সকাল সাড়ে ৯টা থেকে বেলা ১টা ৩০ মিনিট পর্যন্ত কৃষি অনুষদ ভবনে ০১-৯৭৭ পর্যন্ত সাক্ষাৎকারের জন্য ডাকা হয়েছে।


সাক্ষাৎকার গ্রহণে সময় প্রার্থীকে এস.এস.সি./সমমান ও এইচ.এস.সি./সমমান পরীক্ষার মূল মার্কশীট এইচ.এস.সি. মূল রেজিস্ট্রেশন কার্ড ও পরীক্ষা হলে পরিদর্শক কতৃক স্বাক্ষরিত প্রবেশপত্র সাথে আনতে হবে। আরো বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে www.ru.ac.bd দেখে নিতে বলা হয়েছে।


আসন ফাঁকা থাকা সাপেক্ষে পরবর্তীতে অপেক্ষমান তালিকা অনুষদের নোটিশ বোর্ড ও অনলাইনে প্রকাশ করা হবে।


বিবার্তা/নাঈম/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com