শিরোনাম
জবিতে ভর্তি পরীক্ষায় আটক ৫
প্রকাশ : ২৮ অক্টোবর ২০১৬, ২২:৪৩
জবিতে ভর্তি পরীক্ষায় আটক ৫
জবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষে ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় প্রশ্নপত্র জালিয়াতির অভিযোগে পাঁচজনকে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এছাড়া যথাসময়ে কেন্দ্রে না আসায় আরো অন্তত দুই শতাধিক পরীক্ষার্থীকে পরীক্ষায় অংশ নিতে দেয়া হয়নি।


শুক্রবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের পাশে বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।


সরেজমিনে দেখা যায়, পরীক্ষার্থীরা বিকেল ৩টার পর ক্যাম্পাসে প্রবেশ করতে চাইলে তাদের বাধা দেয় জবি প্রশাসন । এ সময় তারা প্রশাসনের বাধা অমান্য করে ক্যাম্পাসের ভেতরে প্রবেশ করতে চাইলে পুলিশের সহায়তায় তাদের আটক করা হয়। পরীক্ষা শুরু হওয়ার প্রায় ২০মিনিট পরে তাদের ক্যাম্পাস থেকে বের করে দেয়া হয়।


তাদের বিরুদ্ধে অভিযোগ, তারা বিশ্ববিদ্যালয়ের পাশে ফাঁস হওয়া প্রশ্ন পড়ে পরীক্ষা দিতে আসছে। কাউকে ৩টার পরে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে না দেয়ার জন্য প্রশাসনিকভাবে বলা ছিল।


এদিকে, প্রশ্নের উত্তরসহ যাদের মোবাইল ফোনে পাওয়া গেছে তাদের সূত্রাপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।


এ বিষয়ে জবি উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান বলেন, শুধু জগন্নাথের নিজস্ব ক্যাম্পাসে নয় বরং অন্যান্য সব কেন্দ্রে এমন অনেকেই পরীক্ষা দিতে পারেনি। কারণ বিশ্ববিদ্যালয় থেকে বারবার বলা হয়ে থাকে ৩টার পরে কাউকে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে দেয়া হবে না। এরপর আসলে কারো কিছু করার নেই।


বিবার্তা/আদনান/মনোজ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com