শিরোনাম
ঢাবি ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় জালিয়াতি: আটক ৫
প্রকাশ : ২৮ অক্টোবর ২০১৬, ১২:৪৩
ঢাবি ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় জালিয়াতি: আটক ৫
ঢাবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০১৬-১৭ শিক্ষাবর্ষের সামাজিক বিজ্ঞান অনুষদের অধীনে ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দায়ে পাঁচ জনকে আটক করা হয়েছে। শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত পরীক্ষা চলাকালে বিভিন্ন কেন্দ্র থেকে তাদের আটক করা হয়।


প্রোক্টর অফিস সূত্রে জানা যায়, আটক ৫ জনকে প্রোক্টর অফিসে নেয়া হয়েছে। তাদের মধ্যে ৩ জনকে কার্জন হল থেকে আটক করা হয়েছে।


আটক পাঁচ জনের মধ্যে তারিকুল ইসলামকে (রোল নং ১৪৭১৯৬) রাজধানীর নীলক্ষেত হাইস্কুল কেন্দ্র থেকে, উইলস লিটন ফ্লাওয়ার স্কুল এন্ড কলেজ কেন্দ্র থেকে মিলন, কার্জন হল কেন্দ্র থেকে আব্দুল্লাহ আল মহসিন (রোল নং ১১১৪১১) ও আজিমুল আবিদ খানকে (রোল নং ১১৩১৫৯) আটক করা হয়েছে বলে বিবার্তাকে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রোক্টর অধ্যাপক এএম আমজাদ।


অন্যদিকে ঢাবির ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষায় আটক ১৩ জনকে ২ বছর করে কারাদণ্ড দিয়েছিল ভ্রাম্যমাণ আদালত। এক্ষেত্রে এ ৫ জনের অভিযোগের সত্যতা প্রমাণ হলে কারাভোগ করতে হবে অন্তত ২ বছর।


এদিকে পরীক্ষার হলে মোবাইলফোন বা টেলিযোগাযোগ করা যায় এরূপ কোনো ইলেক্ট্রনিক ডিভাইস বা যন্ত্র সম্পূর্ণ নিষিদ্ধ। পরীক্ষা চলাকালে মোবাইল কোর্ট দায়িত্ব পালন করে।


অন্যদিকে ‘ক' ইউনিটের ফল প্রকাশের সময় সংবাদ সম্মেলনে ঢাবি উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক জানিয়েছেন ভর্তি পরীক্ষায় জালিয়াতির সাথে কেউ জড়িত থাকলে খুজে বের করে শাস্তির আওয়াত আনা হবে। যারা এই জালিয়াতির সাথে জড়িত প্রত্যেকের শাস্তি হবে।


২৮ অক্টোবর শুক্রবার অনুষ্ঠিত ভর্তি পরীক্ষা ক্যাম্পাসের বাইরে ও ভিতরে ৯৯টি কেন্দ্রে মাধ্যমে অনুষ্ঠিত হয়। এ বছর ঢাবির ঘ ইউনিটে ১ হাজার ৫৪০টি আসনের জন্য ভর্তিচ্ছু আবেদনকারীর সংখ্যা ১ লাখ ৯ হাজার ১৭০ জন।


বিবার্তা/লাভলু/প্লাবন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com