শিরোনাম
ঢাবির ‘ঘ’ ইউনিটের পরীক্ষা শুক্রবার
প্রকাশ : ২৭ অক্টোবর ২০১৬, ১৫:৩৪
ঢাবির ‘ঘ’ ইউনিটের পরীক্ষা শুক্রবার
ঢাবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষের ‘ঘ’ ইউনিটের অধীনে প্রথম বর্ষ (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামীকাল ২৮ অক্টোবর শুক্রবার। সকাল ১০টা থেকে শুরু হয়ে ১১টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে।


এ বছর ‘ঘ’ ইউনিটের জন্য নির্ধারিত এক হাজার ৫৪০টি আসনের বিপরীতে ভর্তিচ্ছু আবেদনকারীর সংখ্যা এক লাখ নয় হাজার ১৭০ জন। ‘ঘ’ ইউনিটের এক হাজার ৫৪০টি আসনের মধ্যে বিজ্ঞান শিক্ষার্থীদের জন্য এক হাজার ৯৭টি, বিজনেস স্টাডিজ শিক্ষার্থীদের জন্য ৩৯০টি ও মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য ৫৩টি আসন নির্ধারিত রয়েছে।


এরই মধ্যে ভর্তি পরীক্ষার আসন বিন্যাস প্রকাশ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ওয়েব সাইট (http://admission.eis.du.ac.bd/)-এ লগইন করে আসন জানা যাবে। এছাড়া প্রবেশপত্রে উল্লিখিত নিয়মে এসএমএস করে মুঠোফোনের মাধ্যমেও জানা যাবে। এসএমএসের মাধ্যমে আসন বিন্যাস জানার জন্য DU স্পেস GHA স্পেস ভর্তি পরীক্ষার রোল নম্বর লিখে 16321 নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএসে নির্ধারিত আসন জানিয়ে দেয়া হবে।


পরীক্ষার হলে মোবাইল ফোন বা টেলিযোগাযোগ করা যায় এরূপ কোনো ইলেক্ট্রনিক ডিভাইস বরাবরের মত নিষিদ্ধ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। জালিয়াতি রোধে কড়া সতর্ক রয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং ভ্রাম্যমাণ আদালত দায়িত্ব পালন করবে।


‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা মোট ৯৯টি কেন্দ্রের মাধ্যমে অনুষ্ঠিত হবে। এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ৫৪টি ও ক্যাম্পাসের বাইরে ৪৫টি স্কুল-কলেজে ‘ঘ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।


বিশ্ববিদ্যালয়ের হাজারীবাগে লেদার ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি ইনস্টিটিউটসহ ক্যাম্পাসের বাইরের কেন্দ্রগুলো হলো- বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় স্কুল ও কলেজ, শেখ বোরহানুদ্দীন পোস্ট গ্রাজুয়েট কলেজ, আনোয়ারা বেগম মুসলিম গার্লস স্কুল এন্ড কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, ড. শহীদুল্লাহ কলেজ, লালবাগ মডেল স্কুল ও কলেজ, আজিমপুর গার্লস স্কুল এন্ড কলেজ, নতুন পল্টন লাইন স্কুল এন্ড কলেজ, অগ্রণী স্কুল এন্ড কলেজ, ইডেন মহিলা কলেজ, গার্হস্থ্য অর্থনীতি কলেজ, নীলক্ষেত হাইস্কুল, সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, গভর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুল, আইডিয়াল কলেজ, নিউ মডেল ডিগ্রি কলেজ, ধানমণ্ডি গভর্নমেন্ট বয়েজ হাইস্কুল, মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ, ঢাকা স্টেট কলেজ, মোহাম্মদপুর মডেল স্কুল এন্ড কলেজ, লালমাটিয়া মহিলা কলেজ, লালমাটিয়া উচ্চ বালিকা বিদ্যালয় ও আলহাজ মকবুল হোসেন ইউনিভার্সিটি কলেজ।


এছাড়া শেরেবাংলা নগর গভর্নমেন্ট বয়েজ হাইস্কুল, শেরেবাংলানগর গভর্নমেন্ট গার্লস হাইস্কুল, খিলগাঁও গভর্নমেন্ট হাইস্কুল, খিলগাঁও মডেল কলেজ, খিলগাঁও মডেল হাইস্কুল, মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়, মতিঝিল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, মতিঝিল আইডিয়াল স্কুল এন্ড কলেজ, সিদ্ধেশ্বরী ডিগ্রি কলেজ, সিদ্ধেশ্বরী গার্লস কলেজ, সিদ্ধেশ্বরী গার্লস হাইস্কুল, হাবিবুল্লাহ বাহার কলেজ, উইলস লিটল ফ্লাওয়ার স্কুল এন্ড কলেজ, সেগুনবাগিচা হাইস্কুল, টিকাটুলি কামরুন্নেসা গভর্নমেন্ট গার্লস হাইস্কুল, শেরেবাংলা গার্লস কলেজ, সেন্ট্রাল উইমেন্স কলেজ, পগোজ ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ, ঢাকা মহানগর মহিলা কলেজ, কে এল জুবিলি স্কুল এন্ড কলেজ এবং আহমেদ বাওয়ানী একাডেমি স্কুল এন্ড কলেজ কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হবে।


বিবার্তা/লাভলু/জেমি/জিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com