শিরোনাম
জাবিতে ৪০ দিনের ছুটি ঘোষণা
প্রকাশ : ২৪ মে ২০১৭, ১৪:২১
জাবিতে ৪০ দিনের ছুটি ঘোষণা
জাবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) গ্রীষ্মকালীন, রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে ৪৯ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। আগামী ২৮ মে থেকে শুরু হবে এই ছুটি। ছুটি শেষ হবে ৬ জুলাই।


বুধবার বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন-১) রহিমা কানিজ এ তথ্য নিশ্চিত করেন। ছুটির সময় বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস বন্ধ থাকবে।


গ্রীষ্মকালীন ছুটির মধ্যে ২৮ মে থেকে ১ জুন পর্যন্ত অফিস বন্ধ থাকবে। এ ছাড়া গ্রীষ্মকালীন ছুটির সময় কোনো বিভাগ প্রয়োজন মনে করলে যেকোনো পর্বের পরীক্ষা গ্রহণ করতে পারবে।


তবে ২৮ মে ছুটি শুরু হলেও ২৬ ও ২৭ মে (শুক্রবার ও শনিবার) বিশ্ববিদ্যালয়ে সাপ্তাহিক ছুটি থাকায় ক্লাস শেষ হচ্ছে আগামীকাল বৃহস্পতিবার। একই কারণে উক্ত ছুটি ৬ জুলাই শেষ হলেও বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু হবে ৯ জুলাই।


বিবার্তা/প্লাবন/সফিকুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com