শিরোনাম
রাবিতে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ১৫ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান
প্রকাশ : ২৩ মে ২০১৭, ১৪:২৩
রাবিতে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ১৫ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান
রাবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ১৫ জন অস্বচ্ছল মেধাবী শিক্ষার্থীকে ‘প্রফেসর গোলাম মোর্শেদ ছাত্র কল্যাণ বৃত্তি’ ও ‘প্রফেসর ড. নাসিমা জামান ছাত্র কল্যাণ বৃত্তি’ দেয়া হয়েছে। মঙ্গলবার বিভাগে আয়োজিত এক অনুষ্ঠানে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীদের এই বৃত্তি প্রদান করা হয়।

 

বিভাগের সভাপতি প্রফেসর নাসিমা জামানের সভাপতিত্বে ও বিভাগের শিক্ষক ড. ফারহাত তাসনীমের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিভাগের শিক্ষক প্রফেসর মো. মকসুদুর রহমান, প্রফেসর কফিল উদ্দিন আহমেদ ও প্রফেসর মো. রুহুল আমিন বক্তৃতা দেন।  

 

উল্লেখ্য, মরহুম প্রফেসর গোলাম মোর্শেদ বিভাগের অবসরপ্রাপ্ত শিক্ষক এবং ড. নাসিমা জামান বিভাগের প্রফেসর ও সভাপতি।

 

বিবার্তা/নাঈম/নিশি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com