শিরোনাম
বাকৃবিতে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের প্রশিক্ষণের সমাপনী
প্রকাশ : ২২ মে ২০১৭, ১৭:৩৪
বাকৃবিতে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের প্রশিক্ষণের সমাপনী
বাকৃবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মাসব্যাপী প্রশিক্ষণ কোর্সের সমাপনী শেষে সনদপত্র বিতরণ করা হয়েছে।


সোমবার দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েট ট্রেনিং ইনস্টিটিউটের (জিটিআই) শ্রেণীকক্ষে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।


জানা যায়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ দেশের ২২ টি বিশ্ববিদ্যালয়ের মোট ২৫ জন শিক্ষক প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণ করেন।


জিটিআইয়ের পরিচালক অধ্যাপক ড. এম. মোজাহার আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মো.আলী আকবর। বিশেষ অতিথি ছিলেন ডিন কাউন্সিলের আহ্বায়ক অধ্যাপক মো. আবদুর রশীদ।


আরো উপস্থিত ছিলেন ট্রেনিং কোর্সের কো অর্ডিনেটর অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম, বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. সচ্চিদানন্দ দাস চৌধুরী , প্রক্টর অধ্যাপক ড. এ কে এম জাকির হোসেন, পশু পালন অনুষদের ডীন অধ্যাপক ড. মো. আশরাফ আলী প্রমুখ।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন জিটিআইর সাবেক পরিচালক অধ্যাপক ড. মাছুমা হাবিব।


উপাচার্য অধ্যাপক ড. মো.আলী আকবর বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের তাদের পেশাগত ক্ষেত্রের প্রশিক্ষণ দেয়া হয় না।


তিনি আরো বলেন, শুধু ভাল রেজাল্ট করলেই কখনও ভাল শিক্ষক হওয়া যায় না, একজন শিক্ষকের ত্রুটিগুলো দূর করার মাধ্যমেই ভাল মানের শিক্ষক হওয়া সম্ভব। এজন্য এধরনের প্রশিক্ষণের বিকল্প নেই।


বিবার্তা/শাহীন/আকবর

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com