শিরোনাম
'ভুল চিকিৎসায়' ঢাবি ছাত্রীর মৃত্যু
সেন্ট্রাল হাসপাতালের ৮ চিকিৎসকের জামিন
প্রকাশ : ২২ মে ২০১৭, ১৬:০৫
সেন্ট্রাল হাসপাতালের ৮ চিকিৎসকের জামিন
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

ঢাকার সেন্ট্রাল হাসপাতালের বিরুদ্ধে অবহেলা ও ভুল চিকিৎসার অভিযোগে করা মামলায় অধ্যাপক ডা. এ বি এম আবদুল্লাহসহ ৮ চিকিৎসক জামিন পেয়েছেন।


সোমবার ঢাকার মহানগর হাকিম খুরশীদ আলম তাদের জামিনের আদেশ দেন।


আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা এসআই মকবুল হোসেন এ তথ্য জানিয়েছেন।


এই মামলায় আসামিদের পক্ষে জামিন আবেদন করেন আইনজীবী হারুন অর রশীদ। আদালতে জামিনের বিরুদ্ধে কোনো আবেদন হয়নি।


তিনি বলেন, আসামিদের প্রত্যেককে ৩০ হাজার টাকা মুচলেকায় জামিন দিয়েছে আদালত।


ডা. আবদুল্লাহ ছাড়া জামিন পাওয়াদের মধ্যে রয়েছেন- ডা. কাশেম ইউসুফ, ডা. মর্তুজা, ডা. এ এস এম মাতলুবুর রহমান, ডা. মাসুমা পারভীন, ডা. জাহানারা বেগম মোনা, ডা. মাকসুদ পারভীন ও ডা. তপন কুমার বৈরাগী।


বৃহস্পতিবার বিকেলে গ্রিন রোডের সেন্ট্রাল হাসপাতালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের প্রথম বর্ষের ছাত্রী আফিয়া জাইন চৈতীর মৃত্যু হয়। এরপর পরই সতীর্থরা হাসপাতালটিতে ভাংচুর চালায়।


তাদের অভিযোগ, বুধবার ডেঙ্গু জ্বর নিয়ে হাসপাতালটিতে ভর্তি হলেও তাকে ক্যান্সারের চিকিৎসা দেয়া হয়।


পর রাতে ‘অবহেলা’ ও ‘ভুল চিকিৎসার’ অভিযোগে হাসপাতালের পরিচালক এমএ কাশেমসহ ৯ চিকিৎসককে আসামি করে কর্তৃপক্ষের বিরুদ্ধে এই মামলা করে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।


ধানমণ্ডি থানায় করা এই মামলায় ওই দিনই গ্রেফতার হাসপাতালের পরিচালক কাশেমকে শুক্রবার জামিন দেয় আদালত।


বিবার্তা/আকবর/হোসেন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com