শিরোনাম
জাতীয় কবির জন্মদিনে ঢাবির যত আয়োজন
প্রকাশ : ২২ মে ২০১৭, ১৪:১৯
জাতীয় কবির জন্মদিনে ঢাবির যত আয়োজন
ঢাবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

আগামী বৃহস্পতিবার জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৮তম জন্মবার্ষিকী উপলক্ষে নানা রকম পরিকল্পনা ও উদ্যোগ নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঢাবির জনসংযোগ দপ্তর এসব তথ্য প্রকাশ করে।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার সকাল ৬টা ১৫ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষর্থীরা কলা ভবন প্রাঙ্গণে অপরাজেয় বাংলার পাদদেশে সমবেত হবেন। সেখান থেকে সকাল সাড়ে ৬টায় উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের নেতৃত্বে শোভাযাত্রা নিয়ে কবির মাজারে গমন করবেন।

 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে কবির মাজারে পুষ্পস্তবক অর্পণ করবেন উপাচার্য। পরে ‘সাম্রাজ্যবাদ ও উপনিবেশবাদ বিরোধী সৈনিক নজরুল’ – এ প্রতিপাদ্যকে সামনে রেখে কবির মাজার প্রাঙ্গণে উপাচার্যের সভাপতিত্বে এক স্মরণসভা অনুষ্ঠিত হবে।

 

এছাড়া এদিন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবের উদ্যোগে সন্ধ্যা ৭টায় ‘রবীন্দ্র-নজরুল সাংস্কৃতিক সন্ধ্যা’র আয়োজন করার পরিকল্পনা রয়েছে ঢাবি কর্তৃপক্ষের। এতে প্রধান অতিথি হিসেবে উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক এবং বিশেষ অতিথি হিসেবে প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদ, প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো: কামাল উদ্দীন উপস্থিত থাকবেন।

 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেয়ার কথা রয়েছে ঢাবি ক্লাবের বর্তমান সম্পাদক অধ্যাপক ড. মোহাম্মদ বাহাউদ্দিনের এবং সমাপনী বক্তব্য দেবেন ক্লাবের সভাপতি অধ্যাপক ড. এ বি এম শহিদুল ইসলাম। সাংস্কৃতিক পরিবেশনায় থাকবে সঙ্গীত, আবৃত্তি, মূকাভিনয় ও নৃত্য।

 

বিবার্তা/ইয়াসির/নিশি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com