শিরোনাম
দি পিপল্স ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এর ভবিষ্যৎ নিয়ে সংবাদ সম্মেলন
প্রকাশ : ২১ মে ২০১৭, ২২:১৫
দি পিপল্স ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এর ভবিষ্যৎ নিয়ে সংবাদ সম্মেলন
নরসিংদী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

দি পিপল্স ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এর সার্বিক অবস্থা ও ভবিষ্যত কর্মপন্থা নিয়ে সংবাদ সম্মেলন করেছেন কর্তৃপক্ষ।


রবিবার দুপুরে নরসিংদী প্রেসক্লাবের হলরুমে সংবাদ সম্মেলন করে তারা।


সংবাদ সম্মেলনে বিশ্ব বিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও নরসিংদী ৩ আসনের সংসদ সদস্য মো. সিরাজুল ইসলাম মোল্লা বক্তৃতা করেন।


এ সময় উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্টির ভাইস প্রেসিডেন্ট ডাঃ মিনহাজ উদ্দিন আহাম্মদ, সদস্য সচিব অধ্যাপক ড. শামিমা মান্নান সাহেদ, উপাচার্য অধ্যাপক ড. মো. আরজু মিয়া, রেজিস্টার মোফাক্কের, অ্যাপ্লাইড সায়েন্স অনুষদের অনারারী ডীন অধ্যাপক ড. মো. আঃ মান্নান চৌধুরী, নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রয়েপর মোহাম্মদ আলী, নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি মো. মোর্শেদ শাহারিয়া, সাধারণ সম্পাদক, শফিকুল মো. মানিক প্রমুখ।


এ সময় বিশ্ববিদ্যালয় বোর্ড অব ট্রাস্টির সদস্য সচিব অধ্যাপক ড. শামিমা মান্নান সাহেদ সাংবাদিকদের বলেন, নরসিংদী জেলার ঢাকা-সিলেট হাইওয়ে রোডের পাশে শিবপুর উপজেলার সৃষ্টিগড়ে এই ইউনিভাসিটির স্থায়ী ক্যাম্পাস স্থাপন করা হয়েছে।


এবছরের সেপ্টেম্বর থেকে ইংরেজি, অর্থনীতি, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ভর্তি ও শিক্ষা কার্যক্রম শুরু হবে।
অনুষ্ঠানের প্রধান অতিথি মো. সিরাজুল ইসলাম মোল্লা বলেন, আমি বিশ্ববিদ্যালয়টি নরসিংদী বাসীর সার্বিক দিক বিবেচনা করে স্থায়ী ক্যাম্পাসটি বোর্ডের সকল সদস্যগণের সম্মতিক্রমে স্থাপনের সিদ্ধান্ত নিয়েছি। আশা করি আমার নরসিংদীর গরীব মেধাবী ছাত্ররা এই বিশ্ববিদ্যালয়টির মাধ্যমে পড়াশোনা করে বিদেশে উচ্চ শিক্ষা গ্রহণ ও চাকরির জন্য যোগ্যতা অর্জন করবে।


বিবার্তা/রাসেল/আকবর

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com