শিরোনাম
বাকৃবি ডিবেটিং সংঘের নতুন কমিটি
প্রকাশ : ২৭ অক্টোবর ২০১৬, ১০:২৯
বাকৃবি ডিবেটিং সংঘের নতুন কমিটি
বাকৃবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ডিবেটিং সংঘের নতুন কমিটি দায়িত্ব গ্রহণ করেছে। বুধবার সন্ধ্যা ৭টার দিকে বিশ্ববিদ্যালয় ছাত্র-শিক্ষক কেন্দ্র কনফারেন্স হলে অনুষ্ঠানের আয়োজন করা হয়। নতুন কমিটির সভাপতি হিসেবে বিশ্ববিদ্যালয়ের পশু বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মনিরুজ্জামান সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন হর্টিকালচার বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী মো. মোর্শেদ ইসলাম। সহসভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ফার্মাকোলজি বিভাগের প্রধান ড. মো. মাহমুদুল হাসান শিকদার।


এছাড়া নতুন কমিটিতে যুগ্মসম্পাদক হিসেবে মেহেদী হাসান রাতুল, সাংগঠনিক সম্পাদক হিসেবে শাকিল মণ্ডল, সহ সাংগঠনিক সম্পাদক হিসেবে শিহাব সাকিব, প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে আবুসায়েম, দপ্তর সম্পাদক হিসেবে কামরুন্নাহার চৈতী ও মোখলেসুর রহমান, অর্থসম্পাদক হিসেবে রাগীব হাসান, বর্ষণ এবং ইভেন্ট ম্যানেজার হিসেবে শিবলী সাদিকশাহসহ ২১ সদস্যের কমিটি ঘোষণা করা হয়।



অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের পশুপালন অনুষদের ডীন অধ্যাপক ড. মো. জসিমউদ্দিন খান। এসময় সংগঠনটির সাবেক সভাপতি অধ্যাপক ড. মো. সাইদুর রহমান ও সাধারণ সম্পাদক নূর-ই-ফেরদাউসী আকলিমা, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. একেএম জাকির হোসেন সহসংগঠনের সকল সদস্য উপস্থিত ছিলেন।


বিবার্তা/সরদার/জিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com