শিরোনাম
চবিতে ভর্তি পরীক্ষা দিতে এসে আটক ৮
প্রকাশ : ২৬ অক্টোবর ২০১৬, ২০:২৮
চবিতে ভর্তি পরীক্ষা দিতে এসে  আটক ৮
চট্টগ্রাম ব্যুরো
প্রিন্ট অ-অ+

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবিতে) প্রথম বর্ষের কলা অনুষদের ‘বি’ ইউনিটে ভর্তি পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে আট পরীক্ষার্থীকে আটক করেছে বিশ্ববিদ্যলয় প্রশাসন।


বুধবার সকালে পরীক্ষার হল থেকে তাদের আটক করা হয়।


আটকরা হলেন ইমরান হোসেন (২১), আরাফাতুল ইসলাম (১৯), মো. আমানাতুল্লাহ (১৯), তামিদ মো. ইমতিয়াজ (১৯), জেকিৎ ত্রিপুরা (১৮), শাকিল হোসেন (১৮), মহসিন মিয়া (১৯), জাহেদ হোসেন (১৮)।


চবির প্রক্টর আলী আজগর এ তথ্য নিশ্চিত করেন।


তিনি জানান, অসদুপায় অবলম্বন করে পরীক্ষা দিতে আসা আট জনকে আটক করার পর বিকেলে ভ্রাম্যমাণ আদালতের কাছে তাদের হস্তান্তর করা হয়েছে।


তাদের সাজা হয়েছে কি-না জানতে চাইলে তিনি জানান, হস্তান্তরের পর ভ্রাম্যমাণ আদালত তাদের হেফাজতে নিয়ে যায়। তবে ভ্রাম্যমাণ আদালতসাজার বিষয় ঘোষণা করেননি।


গত সোমবার ‘জি’ ইউনিটের ভর্তি পরীক্ষার সময়ও দু’জনকে আটক করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।


বিবার্তা/মনোজ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com