শিরোনাম
‘প্রশ্ন ফাঁস ও বিভ্রান্তি ছড়ালে কঠোর শাস্তি’
প্রকাশ : ২৬ অক্টোবর ২০১৬, ১৪:১৫
‘প্রশ্ন ফাঁস ও বিভ্রান্তি ছড়ালে কঠোর শাস্তি’
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, সারাদেশে সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করতে সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এরপরেও কেউ প্রশ্ন ফাঁসের চেষ্টা করলে ও বিভ্রান্তি ছড়ালে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। পরীক্ষার প্রশ্ন ফাঁস করার ‘কিছু পেশাদার লোক’ আছে, তারা দীর্ঘদিন থেকে এ কাজ চালিয়ে আসছে।


বুধবার দুপুরে সচিবালয়ে জেএসসি ও জেডিসি পরীক্ষা নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে আয়োজিত সভা শেষে মন্ত্রী এসব কথা জানান। জেএসসি-জেডিসি পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনার জন‌্য বুধবার আইন-শৃঙ্খলা বাহিনীসহ বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধিদের নিয়ে এই সভা করেন নাহিদ।


শিক্ষকরা কোনো অনিয়মের সাথে জড়িত হলে কোনো ছাড় দেয়া হবে না উল্লেখ করে তিনি বলেন, কোনো শিক্ষক প্রশ্ন ফাঁসে জড়িত হলে কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে। তাদের কোনো প্রকার ছাড় দেয়া হবে না। যারা ‘ভুয়া প্রশ্ন বিক্রি করে’ তাদের সবাইকে নজরদারির মধ্যে রাখা হয়েছে।  এগুলোর সঙ্গে যারা জড়িত থাকতে পারে সবার তালিকা করা হয়েছে। এসব করে কেউ পার পাবে না, ধরা পরতেই হবে। কিছু শিক্ষক নজরদারির মধ্যে আছেন। কোচিং সেন্টারগুলোতেও নজরদারি করা হচ্ছে।


জেএসসি ও জেডিসি পরীক্ষা চলাকালীন ফেসবুকের উপর নিয়ন্ত্রণ আরোপ করা হবে বলেও জানান তিনি। শিক্ষামন্ত্রী বলেন, কোচিং সেন্টারগুলো অনেক সময় প্রশ্ন ফাঁসের সাথে জড়িয়ে পড়ে। তাই আমরা কোচিং সেন্টারগুলোকেও নজরদারিতে রেখেছি।


বিবার্তা/ রাসেল/নিশি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com