শিরোনাম
রুয়েটে ভর্তি পরীক্ষা শুরু
প্রকাশ : ২৬ অক্টোবর ২০১৬, ১১:৪৫
রুয়েটে ভর্তি পরীক্ষা শুরু
রাবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক কোর্সের ভর্তি পরীক্ষা বুধবার সকাল ১০টা থেকে শুরু হয়েছে।


‘ক’ গ্রুপের ভর্তি পরীক্ষা সকাল ১০টা থেকে ১২টা এবং‘খ’ গ্রুপের পরীক্ষা অর্থাৎ শুধুমাত্র আর্কিটেকচারে বিভাগে ভর্তিচ্ছুদের মুক্তহস্ত অংকন পরীক্ষা একই দিন বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।


এদিকে পরীক্ষা উপলক্ষে ক্যাম্পাসে সব ধরনের মিছিল, মিটিং, সভা সমাবেশ ও ট্রেন্ড স্থাপন নিষিদ্ধ করেছে বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ। ভর্তি পরীক্ষার্থীদের যে কোনো ধরনের ব্যাগ, মোবাইলফোন ও ইলেকট্রনিক্স ডিভাইস নিয়ে পরীক্ষার হলে না আসার নির্দেশ দেয়া হয়েছে।


এবারের ভর্তি পরীক্ষায় মোট ৮ হাজার ২০ জন ছাত্র-ছাত্রী অংশ নিবে। এর মধ্যে ১৪টি বিভাগে ৮৭৫ ছাত্র-ছাত্রী ভর্তি হওয়ার সুযোগ পাবে। আগামী ৬ নভেম্বরের মধ্যে ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে।


ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পারিচালনা করার জন্য ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. রফিকুল আলম বেগ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছেন।


বিবার্তা/নাঈম/প্লাবন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com