শিরোনাম
ফের জবি শিক্ষার্থীকে পেটালো বিহঙ্গ'র স্টাফরা
প্রকাশ : ২৫ অক্টোবর ২০১৬, ২৩:০৫
ফের জবি শিক্ষার্থীকে পেটালো বিহঙ্গ'র স্টাফরা
জবি শিক্ষার্থীকে পিটিয়ে বাস ফেলে পালিয়ে যায় স্টাফরা
জবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক শিক্ষার্থীকে পিটিয়েছে মিরপুর থেকে সদরঘাট রুটে চলাচলকারী বিহঙ্গ পরিবহনের স্টাফরা। এতে ওই শিক্ষার্থী গুরতর আহত হয়েছেন।


পিটুনির শিকার মেহেদি হাসান জবির সমাজকর্ম বিভাগের ৯ম ব্যাচের ছাত্র। মঙ্গলবার রাত ৮টার দিকে রাজধানীর বংশাল মোড়ে এ ঘটনা ঘটে।


প্রত্যক্ষদর্শীরা জানান, মিরপুর থেকে ফেরার পথে বিহঙ্গ পরিবহনের সুপার-ভাইজারের সাথে অর্ধেক ভাড়া দেয়া নিয়ে বাগবিতণ্ডার সৃষ্টি হয়। একপর্যায়ে গাড়ির হেলপার গাড়ির দরজা থেকে ‌'জগন্নাথ কলেজের তোরা কী হয়েছিস' বলে ছুটে আসে এবং মেহেদিকে বেধড়ক মারতে থাকে। এসময় মেহেদি মাটিতে পড়ে গেলে বংশাল চৌরাস্তার মোড়ে গাড়ি রেখে পালিয়ে যায় চালক, হেলপার ও সুপারভাইজার।


খবর পেয়ে বংশলা থানা পুলিশ ঘটনাস্থলে যায়। পরে সেখান থেকে গাড়িটি রেকারের সহায়তায় বংশাল থানায় নিয়ে যায়। জব্দকৃত গাড়ির নম্বর-ঢাকা মেট্রো-জ: ১১-৩১৮৭।


এদিকে, আহত মেহেদিকে মিডফোর্ট হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে ঢাকা মেডিকেলে রেফার্ড করেন। শেষ খবর পাওয়া পর্যন্ত ঢাকা মেডিকেলে মেহেদির চিকৎসা চলছে। মেহেদী মাথায় বেশ আঘাত পাওয়ায় জঠিলতা দেখা দিয়েছে।


এ বিষয়ে বংশাল থানার ওসি নুরে আলম সিদ্দিকী সাংবাদিকদের বলেন, পুরো বিষয়টা আমি এখনো জানি না। তবে শুনেছি জগন্নাথের শিক্ষার্থীদের সাথে হেলপার ড্রাইভারের হাতাহাতি হয়েছে। গাড়ি ও ড্রাইভার থানায় আটক আছে।


বিবার্তা/আদনান/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com