শিরোনাম
জবিতে প্রাণিবিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত
প্রকাশ : ২৫ অক্টোবর ২০১৬, ১৯:৩৯
জবিতে প্রাণিবিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত
জবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ঢাকা ‘বি’ অঞ্চলের 'প্রাণিবিজ্ঞান অলিম্পিয়াড-২০১৬' অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বাংলাদেশ প্রাণিবিজ্ঞান সমিতি আয়োজনে জবি প্রাণিবিদ্যা বিভাগে অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান বলেন, ‘আমাদেরকে সম্বিলিতভাবে জীব-বৈচিত্র্যর দিকে গুরুত্ব দিতে হবে। জীব বৈচিত্র্যর প্রায়োগিক দিকগুলোর যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে।’


এসময় ‘বি’ অঞ্চলের ১১টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ১০০ জন ছাত্র-ছাত্রী প্রতিযোগিতায় অংশ নেন। প্রতিযোগিতায় উচ্চমাধ্যমিক পর্যায়ে চ্যাম্পিয়ন হন গাজীপুর ক্যান্টমেন্ট কলেজের দ্বাদশ শ্রেণির আয়েশা আক্তার বিউটি, রানার আপ হন ঢাকা ইমপেরিয়াল কলেজের দ্বাদশ শ্রেণির সুমাইয়া তানজিন।


প্রাণিবিজ্ঞান অলিম্পিয়াডে স্নাতক পর্যায়ে চ্যাম্পিয়ন ও রানার আপ হন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যথাক্রমে প্রভাকর এবং আজহারুল ইসলাম।


জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. গুলশান আরা লতিফা ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদের ডীন অধ্যাপক ড. মো. জাকারিয়া মিয়া প্রমুখ।


উল্লেখ্য, বাংলাদেশ প্রাণিবিজ্ঞান সমিতি ১৯৭২ সালে প্রতিষ্ঠিত প্রাণিবিদদের নিয়ে গঠিত একটি অরাজনৈতিক সংগঠন। মুক্তিযুদ্ধের পর ১৯৭২ সালের ১২ ফেব্রুয়ারি দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিত্বকারী ৫৩ জন প্রাণিবিজ্ঞানী প্রাণিবিজ্ঞান সমিতি গঠনের উদ্দেশ্যে একটি সম্মেলনের আয়োজন করেন। একই বছরের ১৬ এপ্রিল বাংলাদেশ প্রাণিবিজ্ঞান সমিতির আনুষ্ঠানিক উদ্বোধন সম্পন্ন হয়।


সমিতির মুখ্য উদ্দেশ্য– প্রাণিবিজ্ঞানের তাত্ত্বিক ও প্রায়োগিক দিকসহ সকল শাখার উন্নয়ন এবং সমিতির সঙ্গে অন্যান্য আন্তর্জাতিক প্রতিষ্ঠানের কর্মকাণ্ডের সমন্বয় সাধন।


বিবার্তা/আদনান/প্লাবন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com