শিরোনাম
ঢাবির ‘ক’ ইউনিটে পাসের হার ১৩ দশমিক ৫৫
প্রকাশ : ২৫ অক্টোবর ২০১৬, ১৮:৪২
ঢাবির ‘ক’ ইউনিটে পাসের হার ১৩ দশমিক ৫৫
ঢাবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ‘ক’ ইউনিটের ফলাফল প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা ৬টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কেন্দ্রীয় ভর্তি অফিসে ফলাফল ঘোষণা করেন উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।


ফলাফল প্রকাশের সময় উপস্থিত ছিলেন প্রো-উপাচার্য (শিক্ষা) নাসরিন হক এবং ফার্মেসি অনুষদের ডিন ও ‘ক’ ইউনিট ভর্তি পরীক্ষার সমন্বয়কারী অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম।


২১ অক্টোবর শুক্রবার অনুষ্ঠিত ক ইউনিটের পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থী সংখ্যা ছিল ৮৩ হাজার ৫৮২ জন। ক ইউনিটের ফলাফল অনুযায়ী উত্তীর্ণ শিক্ষার্থী সংখ্যা ১১ হাজার ৩৩০ এবং শতকরা পাশের হার ১৩.৫৫%।


পরীক্ষার ফলাফল ও ভর্তি প্রক্রিয়া সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের admission.eis.du.ac.bd ওয়েব সাইটে জানা যাবে। এছাড়া, যেকোনো মোবাইল ফোন থেকে DU KA Roll No লিখে ১৬৩২১ নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএসে পরীক্ষার ফলাফল জানিয়ে দেয়া হবে।


উল্লেখ্য, গত ২১ অক্টোবর শুক্রবার ‘ক' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ‘ক’ ইউনিটে ১৭৪৫টি আসনের জন্য মোট ৮৩ হাজার ৫৮২ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরের ৮৭টি কেন্দ্রে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে।


বিবার্তা/লাভলু/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com