শিরোনাম
ঢাবিতে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন
প্রকাশ : ২৫ অক্টোবর ২০১৬, ১৮:৪০
ঢাবিতে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন
ঢাবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজনেস স্টাডিজ অনুষদের তত্ত্বাবধায়নে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়েছে।


মঙ্গলবার ঢাবির সিনেট ভবনে 'রিইনভেন্টিং বিজনেস ফর দ্য ২১ সেঞ্চুরি' শীর্ষক সম্মেলনের উদ্বোধন করা হয়। এ সময় ঢাবির ভিসি আ আ ম স আরেফিন সিদ্দিক উপস্থিত ছিলেন।


সম্মেলনে দশটি দেশের ৪৪ জন গবেষক, ঢাবির প্রো ভিসি (একাডেমিক) অধ্যাপক ড. নাসরিন আহমেদ, প্রো ভিসি (অ্যাডমিনিস্ট্রেশন) ড. আখতারুজ্জামান, ব্যবসা ও অর্থনীতির মডেল তৈরির জন্য সুপরিচিত মি. পার্থ এস. ঘোষ, এসেক্স বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্কুলের ডিন অধ্যাপক জিওফ্রে উড এবং অস্ট্রেলিয়ার সুইন বার্ন বিশ্ববিদ্যালয়ের প্রো ভিসি অধ্যাপক বার্নেদিনা ভেন গ্রামবার্গ উপস্থিত ছিলেন।


সম্মেলনটির প্রধান সমন্বায়ক ও বিজনেস স্টাডিজ বিভাগের ডিন অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম শুরুতেই উপস্থিত সকল অতিথিদের স্বাগত জানান। এ সময় ঢাবির ভিসি আরেফিন সিদ্দিক সম্মেলন আয়োজনে অক্লান্ত পরিশ্রম করা ব্যক্তিদের ধন্যবাদ জানান। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস নিয়ে আলোচনা করে জাতীয় ক্ষেত্রে গুরুত্ব তুলে ধরেন। সামাজিক রুপান্তরের ক্ষেত্রে বর্তমানে ব্যবসা খুবই গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করে তিনি অর্থনৈতিক ও সামাজিক চ্যালেঞ্জগুলো মোকাবেলা করার ক্ষেত্রে গবেষণার প্রতি গুরুত্বারোপ করেন। তিনি বলেন, এ ধরণের সম্মেলন নিয়মিত আয়োজন করা উচিত।


প্রো-ভিসি ড. নাসরিন আহমেদ আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন, এ ধরনের সম্মেলন নিয়মিত আয়োজন করা উচিত। একুশ শতকের আবহাওয়া বিষয়ক চ্যালেঞ্জ মোকাবেলায় দক্ষ ও বিজ্ঞ কর্মীদের গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন তিনি।


প্রো-ভিসি ড. মো. আখতারুজ্জামান একুশ শতকে ব্যবসাকে নতুন করে আবিষ্কার নিয়ে সম্মেলনের প্রধান বক্তার অসাধারণ তথ্য উপস্থাপনার জন্য ধন্যবাদ জানান।


উদ্বোধন সেশনেই মি. পার্থ এস. ঘোষ, অধ্যাপক জিওফ্রে উড এবং অধ্যাপক বার্নেদিনা ভেন গ্রামবার্গ নিজ গবেষণা প্রতিবেদন উপস্থাপন করেন। মি. পার্থ ঘোষ তার প্রতিবেদনে প্রযুক্তির ওপর গুরুত্বারোপ করে বলেন, আধুনিক প্রযুক্তিখাতের ব্যবহার আমাদের ব্যবসা-বাণিজ্যের নেতাদের সিদ্ধান্ত গ্রহণ, প্রতিষ্ঠানের উন্নয়ন কার্য পরিচালনায় দারুণভাবে প্রভাবিত করছে। তিনি আরো বলেন, যে সব ব্যবসা প্রতিষ্ঠান নতুন শিল্প ও বিজ্ঞানকে আপন করে নিয়ে গবেষণা চালিয়ে যেতে পারবে, তারাই বিশ্ব অর্থনীতিকে এক নতুন যুগে নিয়ে যাবে।


কর্পোরেট গভার্নেন্স ও ফার্ম ফাইনান্সিং বিষয়ে বিশেষজ্ঞ অধ্যাপক জিওফ্রে উড তুলনামূলক কর্পোরেট গভার্নেন্স নিয়ে আলোচনা করেন, যেখানে বিপদসংকুল পরিস্থিতিতে ব্যবসা বিস্তারের বিষয়ে আলোচনা করেন তিনি।


আলোচনায় অধ্যাপক বার্নেদিনা ভেন গ্রামবার্গও ব্যবসার জন্য পরিবেশ সৃষ্টির ওপর গুরুত্বারোপ করেন। একুশ শতকে ব্যবসার মূল কিছু বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করে তিনি সরকার ও ব্যবসা প্রতিষ্ঠানের ওপর পরিবর্তনের প্রভাবের কথা বলেন।


উদ্বোধনী এই অধিবেশনের সমাপ্তি ভাষণে সম্মেলনের সহ প্রধান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিনেন্স বিভাগের অধ্যাপক ড. এম. সাদিকুল ইসলাম সবাইকে ধন্যবাদ জানান।



বিবার্তা/লাভলু/পলাশ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com