শিরোনাম
ঢাবির ‘ক’ ইউনিটের ফল প্রকাশ সন্ধ্যায়
প্রকাশ : ২৫ অক্টোবর ২০১৬, ১৪:৩৩
ঢাবির ‘ক’ ইউনিটের ফল প্রকাশ সন্ধ্যায়
ঢাবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষের বিজ্ঞান অনুষদের অধীনে ‘ক’ ইউনিটের প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণির ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে আজ। সন্ধ্যা ৬টায় প্রশাসনিক ভবনস্থ কেন্দ্রীয় ভর্তি অফিস থেকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক আনুষ্ঠানিকভাবে এই ফল প্রকাশ করবেন।


পরীক্ষার ফলাফল ও ভর্তি প্রক্রিয়া সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের admission.eis.du.ac.bd ওয়েব সাইটে জানা যাবে। এছাড়া, যেকোনো মোবাইল ফোন থেকে DU <Space> KA <Space>Roll No লিখে ১৬৩২১ নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএসে পরীক্ষার ফলাফল জানিয়ে দেয়া হবে।


উল্লেখ্য, গত ২১ অক্টোবর শুক্রবার ‘ক' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ‘ক’ ইউনিটে ১৭৪৫টি আসনের জন্য মোট ৯০ হাজার ৪২৭ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরের ৮৭টি কেন্দ্রে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে।


বিবার্তা/লাভলু/যুথি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com