শিরোনাম
বাকৃবিতে ভবন রক্ষার নামে কাটা হচ্ছে গাছ
প্রকাশ : ২৫ অক্টোবর ২০১৬, ১১:৪১
বাকৃবিতে ভবন রক্ষার নামে কাটা হচ্ছে গাছ
শাহীন সরদার, বাকৃবি
প্রিন্ট অ-অ+

গাছ আমাদের পরম বন্ধু। গাছ ছাড়া পৃথিবীতে আমাদের জীবন অচল। এটি একদিকে নিসর্গের শোভা বৃদ্ধি করে, অন্যদিকে প্রকৃতির ভারসাম্য রক্ষায় পালন করে অসাধারণ ভূমিকা। যেখানে গাছপালা ও বনভূমি বেশি, সেখানে ভালো বৃষ্টি হয়। এর ফলে ভূমিতে পানির পরিমাণ বাড়ে, চাষাবাদ ও ফসল ভালো হয়। গাছপালা মাটির উর্বরতা বাড়ায়, মাটির ক্ষয় রোধ করে এবং ঝড়বৃষ্টি ও বন্যা প্রতিরোধে সহায়তা করে। আমাদের পরিবেশ রক্ষায় গাছপালার বিকল্প নেই। এতকিছুর পরও গাছকে ভবনের শত্রু ভেবে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) কৃষি সম্প্রসারণ ভবনের সামনে থেকে কেটে ফেলা হচ্ছে পাঁচটি কড়ই গাছ।


গাছ কাটার বিষয়ে, কৃষি সম্প্রসারণ শিক্ষা বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান সরকার বলেন, ‘গাছের শিকড় ও ছায়ায় ভবনটি নষ্ট হয়ে যাচ্ছে। ভবনটিকে রক্ষা করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও স্থল পরিকল্পনা শাখার সহায়তায় গাছগুলো কাটা হচ্ছে।’


এ বিষয়ে স্থল পরিকল্পনা শাখার অফিসার ইনচার্জ অধ্যাপক ড. মো. আজিজুর রহমান বলেন, ‘গাছগুলো থাকায় ভবনের ক্ষতি হচ্ছে এমন একটি চিঠি পাই, পরে বিষয়টি বিবেচনা করে গাছগুলো কাটার অনুমতি দেই। তবে গাছকাটার পরই আমি নিদিষ্ট স্থানে নতুন গাছ লাগানোর পরামর্শ দিয়েছি।’


কৃষি সম্প্রসারণ বিভাগের সামনে গাছগুলো কেটে ফেলায় নাম প্রকাশে অনিচ্ছুক বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু শিক্ষক-শিক্ষার্থীরা বিরূপ মন্তব্য করেছেন। তারা বলছেন, এ গাছগুলো কেটে ফেলায় ভবন তথা বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্যহানি হবে। গাছ কাটার সময় ভবন নয় বরং পরিবেশের বিষয়টি বিবেচনা করা প্রয়োজন।


বিবার্তা/সরদার/জিয়া


সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com