শিরোনাম
গ্রিসের সচিবের টিএসসির গ্রিক স্থাপনা পরিদর্শন
প্রকাশ : ২৪ অক্টোবর ২০১৬, ২১:২৩
গ্রিসের সচিবের টিএসসির গ্রিক স্থাপনা পরিদর্শন
ঢাবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

গ্রিসের পররাষ্ট্র সচিব প্যারাসকেভো পাউলোস ও তার সফর সঙ্গীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসিতে অবস্থিত গ্রিক ঐতিহাসিক স্থাপনা পরিদর্শন করেছেন। সোমবার এই স্থাপনা পরিদর্শন করেন তারা। এসময় ঢাবি উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক উপস্থিত ছিলেন।


ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরের স্মৃতিবাহী এ গ্রিক কবর ছাড়াও তারা ঢাকায় একটি গির্জা স্থাপন করেছিল।


ঐতিহাসিক স্থাপনা ঘুরে দেখার সময় গ্রিসের পররাষ্ট্র সচিব প্যারাসকেভো পাউলোসের সঙ্গে ছিলেন ভারতে নিযুক্ত গ্রিসের রাষ্ট্রদূত পানোস ক্যালোজেরো পাওলোস এবং ডেপুটি চিফ অব মিশন আলিকি কাউতসুমিতো পাউলো।


গ্রিক নিদর্শন পরিদর্শন শেষে উপাচার্য তাদের নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনার প্রদর্শন যান।
পরে উপাচার্য কার্যালয়ে গ্রিসের পররাষ্ট্র সচিব প্যারাসকেভো পাউলোস ও ঢাবির ভিসির সাথে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


সেখানে উপস্থিত ছিলেন, গ্রিসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জসীম উদ্দীনসহ পররাষ্ট্রমন্ত্রণালয়ের বেশ কয়েকজন কর্মকর্তা।


আলোচনা সভায় তারা বাংলাদেশ এবং গ্রিসের মধ্যে বিরাজমান দ্বি-পাক্ষিক সম্পর্ক আরো জোরদার করাসহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে আলোচনা করেন।


এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় এবং গ্রিসের বিভিন্ন উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম চালুর সম্ভাব্যতা নিয়ে আলোচনা করা হয়। এসময় তারা দুদেশের মধ্যে সাংস্কৃতিক বিনিময়ের ওপর গুরুত্বারোপ করেন। বাংলাদেশ এবং গ্রিসের শিক্ষা পদ্ধতি নিয়েও তারা মত বিনিময় করেন।


উল্লেখ্য, ঊনিশ শতকের শেষ ভাগে লন্ডনকেন্দ্রিক গ্রিক ব্যবসা প্রতিষ্ঠান র‌্যালি ব্রাদার্স ক্লাসিক্যাল গ্রিক মন্দিরের আদলে ঢাকার রমনা এলাকায় একটি স্মৃতিস্তম্ভ স্থাপন করে। ঢাকায় যে সমস্ত গ্রিকরা প্রথম দিকে বসবাস করত তাদের স্মরণে স্মৃতিস্তম্ভটি নির্মাণ করা হয়।


এ স্মৃতিস্তম্ভে গ্রিক বণিক, তাদের স্ত্রী এবং ১৮০০ থেকে ১৮৬০ সালের মধ্যে মৃত্যুবরণ করা গ্রিক ধর্মগুরুসসহ মোট দশটি সমাধিলিপি পাওয়া গেছে। পরবর্তীকালে এটিকে সরিয়ে এনে বর্তমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) নিকট প্রতিস্থাপন করা হয়। যা টিএসসির গ্রিক স্মৃতি স্তম্ভ হিসেবে পরিচিত।


বিবার্তা/লাভলু/পলাশ/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com