শিরোনাম
দীপা হত্যার বিচার দাবিতে মানববন্ধন
প্রকাশ : ২৪ অক্টোবর ২০১৬, ২০:০৯
দীপা হত্যার বিচার দাবিতে মানববন্ধন
জবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) গণিত বিভাগের মাস্টার্স শেষ সেমিস্টারের শিক্ষার্থী দীপা রাণী নাথকে হত্যার অভিযোগ করেছে তার পরিবার। এ ঘটনায় অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে জবি’র শিক্ষার্থীরা। তাদের সাথে দীপার পরিবারের সদস্যরাও মানববন্ধনে অংশ নেন।


সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তারা এ মানববন্ধন করে।


এ সময় দীপার বাবা দীজেন্দ্র লাল দেবনাথ বলেন, আমার মেয়ে শিক্ষিত, সে সবসময় অপমৃত্যুর বিপক্ষে কথা বলত। সে কখনও আত্মহত্যা করতে পারে না। মৃত্যুর দিন গত শুক্রবার বিকেল সাড়ে চারটায় দীপা আমার সাথে মোবাইলে অনেক স্বাভাবিকভাবে কথা বলেছে। অথচ সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে দীপার স্বামী আমাকে ফোন করে বলে, দীপা আত্মহত্যা করেছে, দীপার লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে।


হত্যার অভিযোগে দীপার পরিবার তার স্বামী সুব্রত চেীধুরী ও শ্বশুর-শাশুড়িকে গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবি জানায়।


মানববন্ধনে গণিত বিভাগের অধ্যাপক ড. আইয়ুব আলী বলেন, আমরা অনেক হত্যার জন্য রাস্তায় নেমেছি, এর কোনটিরই ন্যায় বিচার পাইনি। তনু হত্যা, রিশা হত্যা এবং অতিসম্প্রতি খাদিজাকে হত্যা করার চেষ্টা বিচারহীনতার সংস্কৃতির অংশ।


দীপার পারিবার জানায়, ২০১৫ সালের ৩০ জানুয়ারি প্রেমের সম্পর্কের মাধ্যমে দীপার বিয়ে হয়। বিয়ের পর সুব্রতের বাবা-মা দীপাকে মেনে নেয়নি। তারা বিভিন্ন সময় দীপার কাছে যৌতুক দাবি করত। দীপাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতনও করত।


তারা আরো জানান, সুব্রত পুলিশকে খবর না দিয়ে দীপার লাশ ফাঁসির দড়ি থেকে নামিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। এছাড়া হত্যাকাণ্ডের চিহ্ন মুছে ফেলতে লাশ পুড়িয়ে ফেলারও চাপ দেয় সুব্রতের পরিবার।


মানববন্ধনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দীপার মা রূপালী দেবনাথ, বড় বোন সুবর্ণা দেবনাথ, হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান মহিলা ঐক্য পরিষদের ঢাকা মহানগরের সভাপতি সুপ্রিয়া ভট্টাচার্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সাবেক চেয়ারম্যান ড. আইয়ুব আলী, প্রধান প্রকৌশলী সুকুমার চন্দ্র সাহা, শাখা ছাত্রলীগের সভাপতি এফ এম শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক এস এম সিরাজুল ইসলাম।
মানববন্ধন শেষে তারা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাথে দেখা করলে তিনি তাদেরকে যাবতীয় সহায়তা প্রদানের আশ্বাস দেন বলে জানান দীপার বোন সুবর্ণা দেবনাথ।


এদিকে স্ত্রীকে হত্যার অভিযোগের বিষয়ে সুব্রত চৌধুরীর সাথে টেলিফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ময়না তদন্ত করলেই সব সত্য উঠে আসবে। এ ব্যাপারে আমি আর কিছু বলতে চাই না।


উল্লেখ্য, দীপাকে হত্যার অভিযোগে রাজধানীর কলাবাগান থানায় একটি মামলা করা হয়েছে।


বিবার্তা/আদনান/মনোজ/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com