শিরোনাম
শিক্ষার্থীর অসুস্থতায় পেছালো জবির নৃবিজ্ঞানের পরীক্ষা
প্রকাশ : ২৪ অক্টোবর ২০১৬, ১১:১১
শিক্ষার্থীর অসুস্থতায় পেছালো জবির নৃবিজ্ঞানের পরীক্ষা
জবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

এক শিক্ষার্থীর অসুস্থতা দেখিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নৃবিজ্ঞান বিভাগে অনুষ্ঠেয়, ২০১০–১১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের স্নাতকোত্তর ফাইনাল পরীক্ষা পেছানো হয়েছে।  

 

প্রসঙ্গত, নৃবিজ্ঞান বিভাগের ২০১০–১১ শিক্ষাবর্ষের স্নাতকোত্তর ফাইনাল পরীক্ষা গত ১৯ তারিখ শুরু হয় এবং রুটিন অনুসারে আজ সোমবার তার দ্বিতীয় পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তার আগেই নোটিশ দিয়ে পেছানো হলো পরীক্ষা।


এর আগে গত বছর বিশ্ববিদ্যালয়ের একই বিভাগের ২০১১–১২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের একজনের স্বজন মারা যাওয়ার কারণে সকলের অনুরোধ স্বত্ত্বেও বিভাগ পরীক্ষা পেছানো হয়নি। বরং শিক্ষার্থীদের সেজন্য শাস্তি দিয়ে তাদের পরীক্ষা বাতিল করা হয়। এতে দীর্ঘমেয়াদী ক্ষতির মুখে পরে ওই ব্যাচের শিক্ষার্থীরা।

 

এ সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে গেলে একই সেশনের নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ছাত্র অভিযোগ করেন, ক্লাস রিপ্রেজেন্টেটিভ ও তার সাথে জড়িত কতিপয় শিক্ষার্থী শিক্ষকদের প্রলুব্ধ করে তাদের ইচ্ছেমতো ক্লাস বা পরীক্ষার তারিখ পেছায়। যে শিক্ষার্থীর কারণ দেখিয়ে পরীক্ষা পেছানো হয়েছে সেও ওই গ্রুপের সদস্য বলে জানান তারা।  

 

তাদের ভাষ্যমতে, ডিপার্টমেন্টে এমনিতেই জট লেগে আছে, এভাবে পরীক্ষা পেছালে সেই জট আরো বাড়বে। 

 

তবে এভাবে কারণ দেখিয়ে পরীক্ষা পেছানোর কোনো যৌক্তিকতা আছে কিনা সে ব্যাপারে জানতে চাওয়া হলে নৃবিজ্ঞানের চেয়ারম্যান ও মাস্টার্সের পরীক্ষা কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. সানজিদা ফারহানা বিবার্তাকে এ অভিযোগ অস্বীকার করেন।

 

তিনি বলেন, আমি আরো তিনটি পরীক্ষার সাথে জড়িত। অন্যান্য পরীক্ষায় আমাকে আজ ব্যস্ত থাকতে হয়েছে। তাই পরীক্ষা পেছানো হয়েছে।

 

বিবার্তা/আদনান/নিশি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com