শিরোনাম
বিজেপি সহ-সভাপতির ঢাবি ক্যাম্পাস পরিদর্শন
প্রকাশ : ২৩ অক্টোবর ২০১৬, ২২:৪৪
বিজেপি সহ-সভাপতির ঢাবি ক্যাম্পাস পরিদর্শন
ঢাবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বাংলাদেশ আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনে যোগ দিতে এসে ভারতের ক্ষমতাসীন দল বিজেপি'র সহ-সভাপতি ড.বিনয় প্রভাকর সহস্রাবুদ্ধে ও তার সফর সঙ্গীরা ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)ক্যাম্পাস পরিদর্শন করেছেন।


রবিবার সকালে ঢাবি উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক তাদের ক্যাম্পাস ঘুরিয়ে দেখান।


কলা ভবন, অপরাজেয় বাংলা, টিএসসি, জগ্নাথ হল, কেন্দ্রীয় শহীদ মিনার পরিদর্শন শেষে বিজিপি প্রতিনিধিদল উপাচার্যের সাথে দ্বিপাক্ষিক বৈঠক করেন।


উপাচার্যের কার্যালয়ে আয়োজিত ওই বৈঠকে বিনয় প্রভাকর সহস্রাবুদ্ধের সাথে বিজেপি নেত্রী রূপা গাঙ্গুলী এবং ত্রিপুরা বিজেপি’র সভাপতি বিপ্লব কুমার দেব উপস্থিত ছিলেন।
বৈঠকে তারা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা এবং আর্থ-সামাজিক উন্নয়নসহ পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয় নিয়ে মত বিনিময় করেন। তারা ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ভারতের বিভিন্ন উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে চলমান যৌথ-শিক্ষা ও গবেষণা কার্যক্রম জোরদার করার বিষয়েও আলোচনা করেন।


উপাচার্য ঢাকা বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশের ইতিহাস বিজেপি নেতৃবৃন্দের কাছে তুলে ধরেন। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে ভারতীয় সরকার, জনগণ ও গণমাধ্যমের সার্বিক সমর্থন ও সহযোগিতার কথাও তিনি স্মরণ করেন।


এ সময় বাংলাদেশ আওয়ামী লীগের কয়েকজন কেন্দ্রীয় নেতা তাদের সাথে ছিলেন।


বিবার্তা/লাভলু/মনোজ/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com