বৃহস্পতিবার চবিতে ‘মানসিক স্বাস্থ্য ও সুস্থতা’ বিষয়ক সেমিনার
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:০১
বৃহস্পতিবার চবিতে ‘মানসিক স্বাস্থ্য ও সুস্থতা’ বিষয়ক সেমিনার
চবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আগামী ২০ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) মানসিক স্বাস্থ্য ও সুস্থতা বিষয়ক সেমিনার আয়োজন করতে যাচ্ছে ‘স্কুল অব হ্যাপিনেস’।


মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (চবিসাস) কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ ব্যাপারে জানান স্কুল অব হ্যাপিনেসের প্রতিষ্ঠাতা সাকিব আহমেদ।


সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘শিক্ষার্থী ও তরুণদের মধ্যে মানসিক চাপ, উদ্বেগ ও হতাশা বাড়ছে, যা আত্মহত্যার মতো চরম পরিণতির দিকে ঠেলে দিচ্ছে। এই সংকট মোকাবিলায় 'Way to Well-being' একটি সমন্বিত প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। যেখানে অংশগ্রহণকারীরা বিশেষজ্ঞদের পরামর্শ, বাস্তবসম্মত কৌশল ও সহমর্মিতার অভিজ্ঞতা অর্জন করবেন।’


মানসিক স্বাস্থ্য ও সুস্থতা বিষয়ক এই সেমিনারে থাকবে— সরাসরি বিশেষজ্ঞদের পরামর্শ, স্ট্রেস ম্যানেজমেন্ট ও ব্যক্তিগত উন্নয়ন বিষয়ে আলোচনা, অংশগ্রহণকারীদের মতবিনিময় ও প্রশ্নোত্তর পর্ব এবং অংশগ্রহণকারীদের জন্য বিশেষ স্বীকৃতি ও উপহার। এতে প্রত্যেকে ১৫০ টাকা রেজিস্ট্রেশন ফি দিয়ে অংশগ্রহণ করতে পারবেন এবং সর্বোচ্চ ৩০০ জন অংশগ্রহণের সুযোগ পাবেন।


প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চবি উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহইয়া আখতার। বিশেষ অতিথি হিসেবে থাকবেন উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান এবং উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন, ইনোভেশন হাব ফোকাল পয়েন্ট ও চবি আইসিটি সেল প্রধান প্রফেসর সাইদুর রহমান চৌধুরী। বিশেষজ্ঞ হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয় কাউন্সিলিং সেন্টারের পরিচালক, মনোবিজ্ঞান বিভাগের শিক্ষকবৃন্দ এবং ব্র্যাক থেকে বেশ কয়েকজন মনোবিশারদ।


স্কুল অব হ্যাপিনেসের সহ-প্রতিষ্ঠাতা মোছা. তাহমিনা আক্তার বলেন, ‘আমাদের সমাজে মানসিক স্বাস্থ্য নিয়ে ভুল ধারণা ও লজ্জার কারণে অনেকেই সঠিক সময়ে সাহায্য নেন না। এই উদ্যোগ সেই বাধাগুলো ভাঙতে কাজ করবে এবং মানুষকে সুস্থ, সুখী ও অর্থবহ জীবনযাপনে সহায়তা করবে।’


সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন স্কুল অব হ্যাপিনেস এর প্রতিষ্ঠাতা সাকিব আহমেদ, সহ-প্রতিষ্ঠাতা মোছা. তাহমিনা আক্তার, মো. আশরাফুল ইসলাম, ইমতিয়াজ জাবেদ ও শেখ সিয়াম আজাদ।


উল্লেখ্য, ‘স্কুল অব হ্যাপিনেস: মেন্টাল হেল্থ ফাউন্ডেশন’ একটি মানসিক স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক সংগঠন। এটি ২০২৪ সালের ২৫ ডিসেম্বর ৮ জন শিক্ষার্থীর প্রচেষ্টায় প্রতিষ্ঠা লাভ করে। এর মূল প্রতিষ্ঠাতা চবির শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাকিব আহমেদ।


সহ-প্রতিষ্ঠাতা মনোবিজ্ঞান বিভাগের ২০১৮-২০১৯ সেশনের শিক্ষার্থী ইবনুল আহসাব অন্তর, দর্শন বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোছা. তাহমিনা আক্তার, বাংলা বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. আশরাফুল ইসলাম, সমাজতত্ত্ব বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আনিকা আনজুম, মার্কেটিং বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইমতিয়াজ জাবেদ, অর্থনীতি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শেখ সিয়াম আজাদ ও ফাইন্যান্স বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মিনহাজ উদ্দিন।


বিবার্তা/মহসিন/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com