চবিতে সায়েন্স কার্নিভাল অনুষ্ঠিত
প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:২৪
চবিতে সায়েন্স কার্নিভাল অনুষ্ঠিত
চবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ৪র্থ বারের মতো অনুষ্ঠিত হয়েছে সায়েন্স কার্নিভাল। নতুন ধারণা, উদ্ভাবন ও গবেষণার মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তনের লক্ষ্যে চিটাগং ইউনিভার্সিটি সায়েন্টিফিক সোসাইটি (সিইউএসএস) আয়োজিত এ কার্নিভালে দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের হাজারো শিক্ষার্থী অংশগ্রহণ করে।


বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদে এটি অনুষ্ঠিত হয়।


অনুষ্ঠানের উদ্বোধন করেন সিইউএসএসের উপদেষ্টা অধ্যাপক ড. মো. আল ফোরকান এবং অধ্যাপক ড. লায়লা খালেদা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ইয়াহ্ইয়া আখতার।


এছাড়াও এই অনুষ্ঠানে প্রধান বক্তা ও কী-নোট স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মুনিরা সুলতানা। বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড মোঃ কামাল উদ্দিন, উপ উপাচার্য প্রফেসর ড.শামীম উদ্দিন খান, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান, ও প্রক্টর অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ, আইটি ডিন প্রফেসর ড. মোহাম্মদ সানাউল্লাহ চৌধুরী, জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ গোলাম কিবরিয়া।


অনুষ্ঠানে কী-নোট স্পিকার হিসেবে বক্তব্য রাখেন জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মুনিরা সুলতানা। তিনি শিক্ষার্থীদের প্রশংসা করে বলেন বিজ্ঞানের প্রতি শিক্ষার্থীদের যে আগ্রহ এটি অবশ্যই আমাদের জন্য একটি আশা জাগানীয় ব্যাপার।


বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড মোঃ কামাল উদ্দিন বলেন, সায়েন্স আজকে এমন একটা জায়গায় চলে গেছে যেটা আর সূত্রের মধ্যে নেই। সেই জায়গা থেকে সায়েন্স কে ইনোভেটিভ আইডিয়াগুলো দিয়ে যে বিষয়গুলো আনএক্সপ্লোর আছে সে বিষয়গুলোকে এক্সপ্লোর করার জন্য আজকের সায়েন্স কার্নিভাল।


উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান বলেন, বাংলাদেশ স্বাধীন হবার পর বিজ্ঞান ও প্রযুক্তিতে যে অবদান রাখার কথা ছিল আমরা কিন্তু ততটুকু অবদান রাখতে পারিনি। তার অন্যতম কারণ আমাদের শিক্ষার সুনির্দিষ্ট যে লক্ষ্য তা নির্ধারণ করতে পারিনি। বাংলাদেশকে যদি আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই, বাংলাদেশের টোটাল শিক্ষাব্যবস্থার পরিবর্তন আনা দরকার। বাংলাদেশের বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষায় বাংলা ভাষার ব্যবহারকে নিশ্চিত করতে হবে।


এছাড়াও দিনব্যাপী এই অনুষ্ঠানে ৬ টি সেগমেন্টে তথা পোস্টার প্রেজেন্টেশন, প্রজেক্ট শো কেসিং, হ্যাকাথন, গেমিং সেগমেন্টে, রোবো সকার, সায়েন্স অলিম্পিয়াড, সাধারণ অংশগ্রহণকারীদের জন্য মিউজিয়াম বাস, কুইজে স্কুল -কলেজ ও বিশ্ববিদ্যালয় সহ মো ৭৫ টি প্রতিষ্ঠানের ৮৫০ এর অধিক শিক্ষার্থী অংশ নেয়। যেখানে প্রজেক্ট শোকেজিং এ ৫০ টির মতো স্টল ও পোস্টার প্রেজেন্টেশনে ৭০ এর অধিক প্রতিযোগী অংশগ্রহণ করে।


সবশেষে, পুরস্কার বিতরণী এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সায়েন্টিফিক সোসাইটির লক্ষ্য ও উদ্দেশ্য শিক্ষার্থীদের মধ্যে তুলে ধরার মাধ্যমে দিনব্যাপী অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।


বিবার্তা/মহসিন/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com