
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের পাঁচটি অনুষদের মোট ১৩ জন শিক্ষককে পাঁচ লক্ষ ৯৫ হাজার টাকা গবেষণা প্রণোদনা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
সোমবার (১০ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ভার্চুয়াল ক্লাসরুমে এই সম্মাননা স্মারক ও প্রণোদনা অনুষ্ঠান আয়োজিত হয়।
গবেষণায় প্রণোদনা পাওয়া ১৩ জন শিক্ষকের মধ্যে বিজ্ঞান অনুষদ থেকে পাঁচজন, কলা ও মানবিক অনুষদ থেকে একজন, সামাজিক বিজ্ঞান অনুষদ থেকে দুইজন, বিজনেস স্টাডিজ অনুষদ থেকে তিনজন, প্রকৌশল অনুষদ থেকে দুইজন শিক্ষক রয়েছেন।
প্রণোদনাপ্রাপ্ত বিজ্ঞান অনুষদের শিক্ষকরা হলেন, রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ আব্দুল মাজেদ পাটোয়ারী এবং সহযোগী অধ্যাপক ড. মোঃ শাহাদাৎ হোসেন। গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড.মোহাম্মদ শফি উল্লাহ। পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ খলিলুর রহমান এবং সহযোগী অধ্যাপক ড. মোঃ কামাল হোসেন। কলা ও মানবিক অনুষদের– ইংরেজি বিভাগের অধ্যাপক ড. বনানী বিশ্বাস, অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. স্বপন চন্দ্র মজুমদার এবং অধ্যাপক ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন।
ব্যবসায় অনুষদের মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক ড. শহিদুল ইসলাম, অ্যাকাউন্টটি এন্ড ইনফরমেশন সিস্টেমস্ বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল উদ্দিন, ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের সহযোগী অধ্যাপক ড. কাজী ওমর সিদ্দিকী। এবং প্রকৌশল অনুষদের– কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মাহমুদুল হাসান এবং ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ মেহেদী হাসান।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ হায়দার আলী বলেন, 'আপনাদের এই প্রণোদনা মানুষ দেখে দেওয়া হয়নি, অথর দেখে দেওয়া হয়নি, আপনাদের কনটেন্টের দিকে তাকিয়েই দেওয়া হয়েছে। আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী র্যাশিওটা অনেক বেশি। আপনারা এতো বেশি ক্লাস নিয়েও যে কিউ ওয়ান জার্নালে রিসার্চ পাবলিশ করতে পেরেছেন, আপনাদের স্যালুট জানাই। এই প্রণোদনা পেয়ে অন্য শিক্ষকরা উৎসাহিত হবে, এটাই আজকের অনুষ্ঠানের উদ্দেশ্য।'
অনুষ্ঠানের সভাপতি এবং গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মোঃ বেলাল উদ্দিন বলেন, 'আজকে যে প্রণোদনা দেওয়া হচ্ছে এটা টাকার অঙ্কে বেশি না হলেও এটা একটা প্রতীকী সম্মাননা এবং আমরা আশা করি এই প্রণোদনা দেখে আগামীতে অন্য শিক্ষকরাও উৎসাহিত হবে।'
তিনি আরও বলেন, 'এই সম্মাননা দেওয়া হয়ছে ২০২২ সালের ১লা জুলাই থেকে ২০২৪ সালের ৩০ই জুুন পর্যন্ত মোট ২ বছরে প্রকাশিত গবেষণাপত্রের ভিত্তিতে। এতে সর্বমোট ২৮জন শিক্ষক তাদের গবেষণা পত্র জমা দিয়েছিল। তাদের মধ্যে থেকে ১৩ জনকে চূড়ান্তভাবে নির্বাচন করা হয়। এক্ষেত্রে নির্বাচনের মানদণ্ড ধরা হয়েছে বিজ্ঞান এবং প্রকৌশল অনুষদের জন্য কিউওয়ান এবং অন্যান্য অনুষদের জন্য কিউওয়ান ও কিউটু গবেষণা পত্র।'
বিবার্তা/প্রসেনজিত/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]