বাকৃবিতে বেগম শিতাবজান মেমোরিয়াল ট্রাস্টের স্বর্ণপদক ও বৃত্তি প্রদান
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৫, ১৩:১২
বাকৃবিতে বেগম শিতাবজান মেমোরিয়াল ট্রাস্টের স্বর্ণপদক ও বৃত্তি প্রদান
বাকৃবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) বেগম শিতাবজান মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে স্বর্ণপদক ও বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়েছে।


সোমবার (২০ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের সম্মেলন কক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।


এ বছর কৃষি অনুষদের বিভিন্ন বিভাগের ৫ জন ছাত্রী এবং মৎস্যবিজ্ঞান অনুষদের ১ জন ছাত্রীসহ মোট ৬ জন কৃতী শিক্ষার্থীকে স্বর্ণপদক প্রদান করা হয়। এছাড়া ৯ জন শিক্ষার্থীকে সাধারণ বৃত্তি প্রদান করা হয়।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেগম শিতাবজান মেমোরিয়াল ট্রাস্টের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. মোখলেছুর রহমান। ট্রাস্টের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. ওবায়েদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. জি.এম. মুজিবর রহমান।


এছাড়া উপস্থিত ছিলেন ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক, কোষাধ্যক্ষ (চলতি দায়িত্ব) অধ্যাপক ড. হুমায়ুন কবির, অধ্যাপক (অব.) ড. সুলতান উদ্দিন ভূঁইয়া, অধ্যাপক ড. মো. আব্দুল বাতেন, অধ্যাপক ড. মাসুম আহমাদ, অধ্যাপক ড. আবু জোফার মো. মোসলেহ উদ্দিন, অধ্যাপক (অব.) মোহসীন আলী, অধ্যাপক ড. মো. আলম মিয়া, এবং সোনালী দলের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আহমদ খায়রুল হাসান। অনুষ্ঠানে অন্যান্য আমন্ত্রিত শিক্ষক ও শিক্ষার্থীরাও অংশগ্রহণ করেন।


অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, মরহুম অধ্যাপক ড. আশরাফুল হক এবং বেগম শিতাবজানের মতো ব্যক্তিত্ব আমাদের জীবনে প্রেরণার উৎস। তাদের ত্যাগ ও জীবনদর্শন থেকে আমাদের শেখার অনেক কিছু আছে। তিনি সমাজের বিত্তশালীদের এ ধরণের মহতী বিষয়ে এগিয়ে আসার আহবান জানান এবং একই সাথে তিনি নিজেই অত্র বিশ্ববিদ্যালয়ে আর্থিকভাবে পিছিয়ে থাকা ছাত্র-ছাত্রীদের জন্যে একটি নতুন বৃত্তি চালু করার আশাবাদ ব্যক্ত করেন।


বিবার্তা/আমান উল্লাহ/জেএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com