শিরোনাম
ভর্তি পরীক্ষায় জালিয়াতি রোধে কঠোর অবস্থানে রাবি
প্রকাশ : ২২ অক্টোবর ২০১৬, ১৬:২০
ভর্তি পরীক্ষায় জালিয়াতি রোধে কঠোর অবস্থানে রাবি
রাবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০১৬-১৭ শিক্ষাবর্ষে সম্মান (স্নাতক) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় জালিয়াতি ঠেকাতে কঠোর অবস্থান নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ভর্তি পরীক্ষায় অসদুপায় অবলম্বনকারীদের দ্রুত বিচারের জন্য থাকছে ভ্রাম্যমাণ আদালত। আসন্ন ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষে বিশ্ববিদ্যালয় প্রক্টর প্রফেসর ড.মুজিবুল হক আজাদ এসব কথা বলেন।


প্রক্টর বলেন, এ বছর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা ২৪ অক্টোবর থেকে ২৭ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে। পরীক্ষার সময় অতিরিক্ত পুলিশ, গোয়েন্দা, বিএনসিসি, রোভার স্কাউটসহ অন্যান্য বাহিনীর সদস্যরা নিরাপত্তায় থাকবেন। একই সাথে সিনেট ভবনের সামনে একটি মোবাইল কোর্ট অবস্থান করবে। এর মাধ্যমে পরীক্ষায় জালিয়াতিসহ প্রাসঙ্গিক অপরাধের তাৎক্ষণিক বিচার করা হবে।


তিনি আরো বলেন, ভর্তি পরীক্ষাকালে বিশ্ববিদ্যালয়ের কাজলা, বিনোদপুর, কৃষি অনুষদ এবং স্টেশন গেট দিয়ে যানবাহন ঢুকবে এবং প্রধান গেট দিয়ে বের হবে। ব্যক্তিগত গাড়ি কাজলা গেট দিয়ে ঢোকার পর জুবেরী ভবনের মাঠে নির্দিষ্ট স্থানে রাখা যাবে।


তবে পরীক্ষার হলে সব ধরনের ইলেকট্রোনিক্স ডিভাইস নিয়ে প্রবেশ নিষিদ্ধ থাকবে।


উল্লেখ্য, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষে সম্মান (স্নাতক) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ২৪ থেকে ২৭ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হবে। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চার শিফটে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।


বিবার্তা/নাঈম/পলাশ/জিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com