
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত আবু সাঈদের মৃত্যুর তারিখ নিয়ে নবম-দশম শ্রেণির পাঠ্যবইয়ে ভুল তথ্য দিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। এ নিয়ে রংপুর নগরবাসী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের মধ্যে তোলপাড় সৃষ্টি হয়েছে। তাদের দাবি, অবিলম্বে এই ভুল সংশোধন করে নতুন করে বই ছাপাতে হবে।
এনসিটিবি প্রণীত নবম-দশম শ্রেণির ইংরেজি বইয়ে ‘গ্রাফিতি’ শিরোনামে এক অধ্যায়ে ভুল করে লেখা হয়েছে, ২০২৪ সালের ১৭ জুলাই রংপুরে পুলিশের গুলিতে শহিদ হন আবু সাঈদ। প্রকৃতপক্ষে আবু সাঈদ মারা যান ১৬ জুলাই। এই ভুল কোনোভাবেই মানতে পারছেন না জুলাই গণঅভ্যুত্থানের আন্দোলনকারীরা। এদিকে এটা নিয়ে চরম বিভ্রান্তিতে পড়ছেন নবম-দশম শ্রেণীর শিক্ষার্থীরাও।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা জানান, এটি জুলাই আন্দোলনকে হেয় বা অবজ্ঞার শামিল। এই অমার্জনীয় ভুলের সঙ্গে জড়িতদের দৃষ্টান্ত মূলক শাস্তি চান তারা। আর ভুলটি দ্রুত সংশোধনের দাবি জানান, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. শওকাত আলী।
এ বিষয়ে জানতে চাইলে এনসিটিবি চেয়ারম্যান প্রফেসর ড. এ কে এম রিয়াজুল হাসান বলেন, ‘নবম-দশম শ্রেণির ইংরেজি বইয়ে আবু সাঈদের মৃত্যুর দিনটি ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। এটি অনলাইন কপিতে সংশোধন করা হয়েছে। আর সবগুলো ভুলের বিষয়ে দ্রুত সংশোধনী বিজ্ঞপ্তি জারি করা হবে।
এদিকে পাঠ্য বইয়ে আবু সাঈদের মৃত্যুর তারিখ ভুল লেখার প্রতিবাদ ও জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
বিবার্তা/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]