
শিক্ষা মন্ত্রণালয়ের হস্তক্ষেপে সিদ্ধান্ত পাল্টে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) এবছরও গুচ্ছে থাকবে বলে প্রাথমিক সিদ্ধান্তের কথা জানান উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী।
এক্ষেত্রে উপাচার্য গুচ্ছে থাকার বিষয়ে তিনটি শর্তারোপ করেছেন। শর্ত তিনটি হলো, একাধিকবার মাইগ্রেশন বন্ধ, দ্রুত সময়ের মধ্যে ভর্তি পরীক্ষা শেষ করা এবং একাধিক বিশ্ববিদ্যালয়ে ফি দেওয়া বন্ধ করতে হবে।
শুক্রবার (৩ জানুয়ারি) মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেছেন উপাচার্য হায়দার আলী।
উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী বলেন, ' শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রাথমিকভাবে গুচ্ছে থাকার কথা বলা হয়েছে। এইবার গুচ্ছতেই থাকতে হচ্ছে সম্ভবত। তবে গুচ্ছের কিছু সমস্যা আছে, সেগুলো যেন না থাকে শিক্ষা মন্ত্রণালয়ে এগুলো জানিয়েছি।
তিনি আরো বলেন, গুচ্ছ থেকে বের হয়ে যাবার সিদ্ধান্তটি আমাদের অ্যাকাডেমিক কাউন্সিলে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তাই থাকার বিষয়েও অ্যাকাডেমিক কাউন্সিলে আলোচনা করেই সিদ্ধান্ত নিয়ে বিস্তারিত জানানো হবে।'
এর আগে, এর আগে গুচ্ছে থাকা না থাকা নিয়ে একাধিকবার সিদ্ধান্তের পর সর্বশেষ ২০২৪ সালের ১৫ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের ৮৩তম অ্যাকাডেমিক কাউন্সিলের এক জরুরি সভায় গুচ্ছ থেকে বের হয়ে স্বতন্ত্র পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছিল।
বিবার্তা/প্রসেনজিত/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]