শিরোনাম
‘আর যেন কোনো মায়ের বুক খালি না হয়’
প্রকাশ : ২২ অক্টোবর ২০১৬, ১৪:৪১
‘আর যেন কোনো মায়ের বুক খালি না হয়’
রাবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

‘বাংলাদেশের সংস্কৃতি বিচারহীনতার সংস্কৃতি। বিশ্ববিদ্যালয়গুলোতে হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার না হওয়ায় লাশের মিছিল দিন দিন বেড়েই চলেছে। আর যেন কোনো মায়ের বুক খালি না হয়। আমরা বিশ্ববিদ্যালয়ে আর কোনো শিক্ষার্থীর লাশ দেখতে চাই না’।


শনিবার বেলা ১১টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থী মোতালেব হোসেন লিপুর নৃশংস হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে মানববন্ধনে বক্তরা এসব কথা বলেন।


মানববন্ধন শেষে বিভাগের সামনে থেকে একটি শোক র‌্যালি বের হয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিভাগের সামনে এসে শেষ হয়।


এ সময় বক্তারা আরও বলেন, লিপু হত্যার সুষ্ঠু বিচারের মাধ্যমে এটাই যেন শেষ হত্যাকাণ্ড হয়। কোনো পিতার স্বপ্ন যেন দুঃস্বপ্নে পরিণত না হয়! শিক্ষার্থীদের নিরাপত্তা দেয়ার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন, পুলিশ ও আনসার নিযুক্ত করা সত্ত্বেও প্রত্যেক শিক্ষক-শিক্ষার্থী নিরাপত্তাহীনতায় রয়েছে।


বক্তারা বলেন, যেকোনো হত্যাকাণ্ডের পর তদন্ত কমিটি গঠন করা হয় কিন্তু দুঃখের বিষয় তদন্ত কমিটির রিপোর্ট আর প্রকাশ করা হয় না! প্রত্যেকটি হত্যার পিছনে উচ্চপর্যায়ের কিছু মানুষের সংশ্লিষ্টতা থাকার কারণে কোন হত্যার সুষ্ঠু বিচার হয় না।


বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী রফিকুল ইসলামের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন বিভাগের সভাপতি ড. প্রদীপ কুমার পাণ্ডে, সহযোগী অধ্যাপক মো. মশিহুর রহমান, সহকারী অধ্যাপক মো. শাতিল সিরাজ, প্রভাষক মো. আব্দুল্লাহীল বাকীসহ বিভাগের বিভিন্ন পর্যায়ের শিক্ষক-শিক্ষার্থীরা


এদিকে একই দাবিতে সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে ঝিনাইদহ জেলা সমিতির পক্ষ থেকে লিপু হত্যার সুষ্ঠু বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।


বিবার্তা/নাঈম/পলাশ/জিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com